আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২১. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৫৭৫
আন্তর্জাতিক নং: ১৫৭৫
নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী
মহিলাদের যুদ্ধে গমন।
১৫৮১। বিশর ইবনে হিলাল সাওয়াফ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যুদ্ধে যেতেন এবং উম্মে সুলায়ম সহ কতিপয় আনসারী মহিলা তাঁর সাথে থাকতেন। তাঁরা যুদ্ধক্ষেত্রে পানি পান করাতেন এবং আহতদের ঔষধ দিতেন। আবু দাউদ ২২৮৪, মুসলিম
এই বিষয়ে রুবাইয়্যি বিনতে মুআওবিয থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে রুবাইয়্যি বিনতে মুআওবিয থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন হাদীসটি হাসান-সহীহ।
أبواب السير عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي خُرُوجِ النِّسَاءِ فِي الْحَرْبِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَغْزُو بِأُمِّ سُلَيْمٍ وَنِسْوَةٍ مَعَهَا مِنَ الأَنْصَارِ يَسْقِينَ الْمَاءَ وَيُدَاوِينَ الْجَرْحَى . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
তাহকীক: