আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৯. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত কুরবানীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫১৩
আন্তর্জাতিক নং: ১৫১৩
আকীকা
১৫১৯। ইয়াহয়া ইবনে খালাফ (রাহঃ) ......... ইউসুফ ইবনে মাহাক (রাহঃ) থেকে বর্ণিত যে, তারা কয়েকজন হাফসা বিনতে আব্দুর রহমান (রাহঃ) এর কাছে গেলেন এবং তাকে আকীকা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি তাদের অবহিত করলেন যে, আয়িশা (রাযিঃ) বলেছেন, ছেলের জন্য দু’টি সমবয়সী ছাগল এবং মেয়ের জন্য একটি ছাগল আকীকা দিতে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে নির্দেশ দিয়েছেন। ইবনে মাজাহ ৩১৩৬
এ বিষয়ে আলী, উম্মু কুরয, বুরায়দা, সামুরা, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আমর, আনাস, সালমান ইবনে আমির, ইবনে আব্বাস (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এ হাফসা হলেন আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দীক (রাযিঃ)-এর কন্যা।
এ বিষয়ে আলী, উম্মু কুরয, বুরায়দা, সামুরা, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আমর, আনাস, সালমান ইবনে আমির, ইবনে আব্বাস (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এ হাফসা হলেন আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দীক (রাযিঃ)-এর কন্যা।
باب مَا جَاءَ فِي الْعَقِيقَةِ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ الْبَصْرِيُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، أَنَّهُمْ دَخَلُوا عَلَى حَفْصَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ فَسَأَلُوهَا عَنِ الْعَقِيقَةِ، فَأَخْبَرَتْهُمْ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَهُمْ عَنِ الْغُلاَمِ شَاتَانِ مُكَافِئَتَانِ وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأُمِّ كُرْزٍ وَبُرَيْدَةَ وَسَمُرَةَ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَنَسٍ وَسَلْمَانَ بْنِ عَامِرٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَحَفْصَةُ هِيَ بِنْتُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ .

তাহকীক:
তাহকীক চলমান