আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৮. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত শিকার ও জবাইয়ের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৮৩
আন্তর্জাতিক নং: ১৪৮৩
সাপ হত্যা
১৪৮৯। কুতায়বা (রাহঃ) ......... সালিম ইবনে আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সাপ হত্যা করবে। তোমরা দু’ দাগ ও ক্ষুদ্র লেজ বিশিষ্ট সাপ হত্যা করবে। কেননা, এগুলো চোখের জ্যোতি নষ্ট করে এবং গর্ভপাত ঘটায়। নাসাঈ
এ বিষয়ে ইবনে মাসউদ, আয়িশা, আবু হুরায়রা ও সাহল ইবনে সা‘দ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবনে উমর (রাযিঃ)-আবু লুবাব (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, পরবর্তীতে নবী (ﷺ) ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন। ইবনে উমর (রাযিঃ)-যায়দ ইবনুল খাত্তাব (রাযিঃ) সূত্রেও এ বিষয়ে রিওয়ায়াত আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহঃ) বলেন, সে সাপ হত্যা করা নিষিদ্ধ যেগুলো ছোট দেখতে রূপার ন্যায় চলার সময় আঁকা বাঁকা চলে না।
এ বিষয়ে ইবনে মাসউদ, আয়িশা, আবু হুরায়রা ও সাহল ইবনে সা‘দ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। ইবনে উমর (রাযিঃ)-আবু লুবাব (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, পরবর্তীতে নবী (ﷺ) ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন। ইবনে উমর (রাযিঃ)-যায়দ ইবনুল খাত্তাব (রাযিঃ) সূত্রেও এ বিষয়ে রিওয়ায়াত আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহঃ) বলেন, সে সাপ হত্যা করা নিষিদ্ধ যেগুলো ছোট দেখতে রূপার ন্যায় চলার সময় আঁকা বাঁকা চলে না।
باب مَا جَاءَ فِي قَتْلِ الْحَيَّاتِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْتُلُوا الْحَيَّاتِ وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ وَيُسْقِطَانِ الْحَبَلَ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَسَهْلِ بْنِ سَعْدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ عَنْ أَبِي لُبَابَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى بَعْدَ ذَلِكَ عَنْ قَتْلِ حَيَّاتِ الْبُيُوتِ وَهِيَ الْعَوَامِرُ وَيُرْوَى عَنِ ابْنِ عُمَرَ عَنْ زَيْدِ بْنِ الْخَطَّابِ أَيْضًا . وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ إِنَّمَا يُكْرَهُ مِنْ قَتْلِ الْحَيَّاتِ قَتْلُ الْحَيَّةِ الَّتِي تَكُونُ دَقِيقَةً كَأَنَّهَا فِضَّةٌ وَلاَ تَلْتَوِي فِي مِشْيَتِهَا .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪৮৪
আন্তর্জাতিক নং: ১৪৮৪
সাপ হত্যা
১৪৯০। হান্নাদ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের ঘরে বসবাসকারী অন্য প্রাণীও থাকে। তিনবার এদেরকে ধমক দেবে। এরপরও যদি এদের থেকে (অনিষ্টকারী) কিছু প্রকাশ পায় তবে তা হত্যা করবে।
মুসলিম
এরূপভাবে উবাইদুল্লাহ ইবনে উমর এ হাদীসটিকে সায়ফী-আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। মালিক ইবনে আনাস এ হাদীসটিকে সায়ফী- হিশাম ইবনে যোহরার আযাদকৃত দাস আবুসসাইব-আবু সাঈদ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। হাদীসটিতে আরো বর্ণনা রয়েছে। আল-আনসারী (রাহঃ) মালিক (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এটি উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) এর রিওয়ায়াত থেকে অধিকতর সহীহ। মুহাম্মাদ ইবনে আজলান (রাহঃ) ও সায়ফী (রাহঃ) এর বরাতে মালিক (রাহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন।
মুসলিম
এরূপভাবে উবাইদুল্লাহ ইবনে উমর এ হাদীসটিকে সায়ফী-আবু সাঈদ খুদরী (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। মালিক ইবনে আনাস এ হাদীসটিকে সায়ফী- হিশাম ইবনে যোহরার আযাদকৃত দাস আবুসসাইব-আবু সাঈদ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। হাদীসটিতে আরো বর্ণনা রয়েছে। আল-আনসারী (রাহঃ) মালিক (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এটি উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) এর রিওয়ায়াত থেকে অধিকতর সহীহ। মুহাম্মাদ ইবনে আজলান (রাহঃ) ও সায়ফী (রাহঃ) এর বরাতে মালিক (রাহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي قَتْلِ الْحَيَّاتِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ صَيْفِيٍّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ لِبُيُوتِكُمْ عُمَّارًا فَحَرِّجُوا عَلَيْهِنَّ ثَلاَثًا فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ مِنْهُنَّ شَيْءٌ فَاقْتُلُوهُ " . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ هَذَا الْحَدِيثَ عَنْ صَيْفِيٍّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ .
وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ، هَذَا الْحَدِيثَ عَنْ صَيْفِيٍّ، عَنْ أَبِي السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . حَدَّثَنَا بِذَلِكَ الأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَرَوَى مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ عَنْ صَيْفِيٍّ نَحْوَ رِوَايَةِ مَالِكٍ .
وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ، هَذَا الْحَدِيثَ عَنْ صَيْفِيٍّ، عَنْ أَبِي السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . حَدَّثَنَا بِذَلِكَ الأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَرَوَى مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ عَنْ صَيْفِيٍّ نَحْوَ رِوَايَةِ مَالِكٍ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৪৮৫
আন্তর্জাতিক নং: ১৪৮৫
সাপ হত্যা
১৪৯১। হান্নাদ (রাহঃ) ......... আবু লায়লা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাসস্থানে কোন সাপ দেখা গেলে একে লক্ষ্য করে বলবে, আমরা নূহ (আলাইহিস সালাম)-এর ওয়াদা ও সুলাইমান ইবনে দাউদ (আলাইহিস সালাম)-এর ওয়াদার ওসীলায় তোমার কাছে বলছি যে, তুমি আমাদের কষ্ট দিবে না। এরপরও যদি সে আসে তবে এটিকে হত্যা করবে।
এ হাদীসটি হাসান-গারীব। ইবনে আবু লায়লা (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে ছাবিত আল বুনানী (রাহঃ) এর সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবগত নই।
এ হাদীসটি হাসান-গারীব। ইবনে আবু লায়লা (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে ছাবিত আল বুনানী (রাহঃ) এর সূত্র ছাড়া এ হাদীস সম্পর্কে আমরা অবগত নই।
باب مَا جَاءَ فِي قَتْلِ الْحَيَّاتِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ قَالَ أَبُو لَيْلَى قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا ظَهَرَتِ الْحَيَّةُ فِي الْمَسْكَنِ فَقُولُوا لَهَا إِنَّا نَسْأَلُكِ بِعَهْدِ نُوحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ أَنْ لاَ تُؤْذِينَا فَإِنْ عَادَتْ فَاقْتُلُوهَا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ثَابِتٍ الْبُنَانِيِّ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي لَيْلَى .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: