আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৭. নবীজী ﷺ থেকে বর্ণিত দন্ড বিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং : ১৪৬৩
আন্তর্জাতিক নং: ১৪৬৩
তা’যীর।
১৪৬৯। কুতায়বা (রাহঃ) ......... আবু বুরদা ইবনে নিয়ার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নির্ধারিত কোন হদ ছাড়া কাউকে দশ ঘা এর উর্ধ্বে বেত্রদন্ড প্রদান করা যাবে না। ইবনে মাজাহ ২৬০১
ইবনে লাহীআ এই হাদীসটিকে বুকায়র (রাহঃ) থেকে বর্ণনা করেছেন এবং এতে তিনি ভুল করেছেন। তিনি তার রিওয়ায়াতে আব্দুর রহমান ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ তার পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। কিন্তু তা ভুল। লাইছ ইবনে সা‘দ (রাহঃ) এর সনদটি শুদ্ধ। সেটি হল আব্দুর রহমান ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ আবু বুরদা ইবনে নিয়ার সূত্রে নবী (ﷺ) থেকে। এই হাদীসটি হারীব। বুকায়র ইবনে আশাজ্জ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। তা‘যীর সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। তা‘যীর বিষয়ে বর্ণিত রিওয়ায়াত সমূহের মধ্যে এ হাদীসটি উত্তম।
ইবনে লাহীআ এই হাদীসটিকে বুকায়র (রাহঃ) থেকে বর্ণনা করেছেন এবং এতে তিনি ভুল করেছেন। তিনি তার রিওয়ায়াতে আব্দুর রহমান ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ তার পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। কিন্তু তা ভুল। লাইছ ইবনে সা‘দ (রাহঃ) এর সনদটি শুদ্ধ। সেটি হল আব্দুর রহমান ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ আবু বুরদা ইবনে নিয়ার সূত্রে নবী (ﷺ) থেকে। এই হাদীসটি হারীব। বুকায়র ইবনে আশাজ্জ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। তা‘যীর সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। তা‘যীর বিষয়ে বর্ণিত রিওয়ায়াত সমূহের মধ্যে এ হাদীসটি উত্তম।
باب مَا جَاءَ فِي التَّعْزِيرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يُجْلَدُ فَوْقَ عَشْرِ جَلَدَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ بُكَيْرِ بْنِ الأَشَجِّ . وَقَدِ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي التَّعْزِيرِ وَأَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي التَّعْزِيرِ هَذَا الْحَدِيثُ . قَالَ وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ ابْنُ لَهِيعَةَ عَنْ بُكَيْرٍ فَأَخْطَأَ فِيهِ وَقَالَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ خَطَأٌ وَالصَّحِيحُ حَدِيثُ اللَّيْثِ بْنِ سَعْدٍ إِنَّمَا هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ نِيَارٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: