আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

১৭. নবীজী ﷺ থেকে বর্ণিত দন্ড বিধি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৪৯
আন্তর্জাতিক নং: ১৪৪৯
ফল ও থোড় এর ক্ষেত্রে হাত কাটা প্রযোজ্য নয়।
১৪৫৫। কুতায়বা (রাহঃ) ......... রাফি’ ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, ফল ও থোড়ের ক্ষেত্রে হাত কাটা নেই। ইবনে মাজাহ ২৫৯৩

কতক রাবী ইয়াহয়া ইবনে সাঈদ-মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে হাব্বান-তার চাচা ওয়াসি‘ ইবনে হাব্বান-রাফি‘-নবী (ﷺ) থেকে লাঈস ইবনে সা‘দ (রাহঃ) এর অনুরূপ রিওয়ায়াত করেছেন। মালিক ইবনে আনাস (রাহঃ) প্রমুখ এই হাদীসটিকে ইয়াহয়া ইবনে সাঈদ-মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে হাব্বান-রাফি‘ ইবনে খাদীজা (রাযিঃ)-নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। এতে তারা ওয়াসি‘ ইবনে হাব্বান (রাহঃ) এর উল্লেখ করেন নি।
باب مَا جَاءَ لاَ قَطْعَ فِي ثَمَرٍ وَلاَ كَثَرٍ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ قَطْعَ فِي ثَمَرٍ وَلاَ كَثَرٍ " . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى بَعْضُهُمْ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ رِوَايَةِ اللَّيْثِ بْنِ سَعْدٍ . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান