আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৭. নবীজী ﷺ থেকে বর্ণিত দন্ড বিধি - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৩৮
আন্তর্জাতিক নং: ১৪৩৮
নির্বাসন দন্ড প্রসঙ্গে।
১৪৪৪। আবু কুরায়ব ও ইয়াহয়া ইবনে আকছাম (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন; আবু বকর (রাযিঃ)ও দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন; উমর (রাযিঃ)ও দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন।
এই বিষয়ে আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ, উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব। একাধিক রাবী এটিকে আব্দুল্লাহ ইবনে ইদরীস (রাহঃ) সূত্রে মারফু‘ রূপে বর্ণনা করেছেন। কেউ কেউ এই হাদীসটিকে আব্দুল্লাহ ইবনে ইদরীস-উবাইদুল্লাহ-নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, আবু বকর (রাযিঃ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন। উমর (রাযিঃ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েচেন।
আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে ইদরীস (রাহঃ) সূত্রে তা রিওয়ায়াত করেছেন। ইবনে ইদরীস (রাহঃ) এর বরাত ছাড়াও উবাইদুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে এই হাদীসটি বর্ণিত আছে্ মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) ও নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সূত্রে এইরূপ বর্ণনা করেছেন যে, আবু বকর (রাযিঃ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন, উমর (রাযিঃ)ও দুররাঘত ও নির্বাসন দন্ড প্রদানকরেছেন। এই সনদে নবী (ﷺ) এর উল্লেখ নেই। রাসূল (ﷺ) থেকেও নির্বাসন দন্ড দানের সহীহ রিওয়ায়াত বিদ্যমান। আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ ও উবাদা ইবনুস সামিত (রাযিঃ) প্রমুখ নবী (ﷺ) থেকে উক্ত মর্মে হাদীস বর্ণনা করেছেন। আবু বকর, উমর, আলী, উবাই ইবনে কা‘ব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু যর প্রমুখ সাহাবীগণ (রাযিঃ)-এই হাদীস অনুসারে আমল করেছেন। একাধিক তাবিঈ ফকীহ থেকে তদ্রূপ অভিমত বর্ণিত আছে। এ হল সুফিয়ান ছাওরী, মালিক ইবনে আনাস, আব্দুল্লাহ ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।
এই বিষয়ে আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ, উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি গারীব। একাধিক রাবী এটিকে আব্দুল্লাহ ইবনে ইদরীস (রাহঃ) সূত্রে মারফু‘ রূপে বর্ণনা করেছেন। কেউ কেউ এই হাদীসটিকে আব্দুল্লাহ ইবনে ইদরীস-উবাইদুল্লাহ-নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, আবু বকর (রাযিঃ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন। উমর (রাযিঃ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েচেন।
আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে ইদরীস (রাহঃ) সূত্রে তা রিওয়ায়াত করেছেন। ইবনে ইদরীস (রাহঃ) এর বরাত ছাড়াও উবাইদুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে এই হাদীসটি বর্ণিত আছে্ মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) ও নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সূত্রে এইরূপ বর্ণনা করেছেন যে, আবু বকর (রাযিঃ) দুররাঘাত ও নির্বাসন দন্ড দিয়েছেন, উমর (রাযিঃ)ও দুররাঘত ও নির্বাসন দন্ড প্রদানকরেছেন। এই সনদে নবী (ﷺ) এর উল্লেখ নেই। রাসূল (ﷺ) থেকেও নির্বাসন দন্ড দানের সহীহ রিওয়ায়াত বিদ্যমান। আবু হুরায়রা, যায়দ ইবনে খালিদ ও উবাদা ইবনুস সামিত (রাযিঃ) প্রমুখ নবী (ﷺ) থেকে উক্ত মর্মে হাদীস বর্ণনা করেছেন। আবু বকর, উমর, আলী, উবাই ইবনে কা‘ব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু যর প্রমুখ সাহাবীগণ (রাযিঃ)-এই হাদীস অনুসারে আমল করেছেন। একাধিক তাবিঈ ফকীহ থেকে তদ্রূপ অভিমত বর্ণিত আছে। এ হল সুফিয়ান ছাওরী, মালিক ইবনে আনাস, আব্দুল্লাহ ইবনুল মুবারক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রাহঃ) এর অভিমত।
باب مَا جَاءَ فِي النَّفْىِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَيَحْيَى بْنُ أَكْثَمَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ أَبَا بَكْرٍ ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ عُمَرَ ضَرَبَ وَغَرَّبَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ غَرِيبٌ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ إِدْرِيسَ فَرَفَعُوهُ .
وَرَوَى بَعْضُهُمْ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ إِدْرِيسَ، هَذَا الْحَدِيثَ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ أَبَا بَكْرٍ، ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ عُمَرَ ضَرَبَ وَغَرَّبَ . حَدَّثَنَا بِذَلِكَ أَبُو سَعِيدٍ الأَشَجُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ . وَهَكَذَا رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ رِوَايَةِ ابْنِ إِدْرِيسَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ نَحْوَ هَذَا . وَهَكَذَا رَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ أَبَا بَكْرٍ ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ عُمَرَ ضَرَبَ وَغَرَّبَ . وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَدْ صَحَّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم النَّفْىُ رَوَاهُ أَبُو هُرَيْرَةَ وَزَيْدُ بْنُ خَالِدٍ وَعُبَادَةُ بْنُ الصَّامِتِ وَغَيْرُهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعَلِيٌّ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَأَبُو ذَرٍّ وَغَيْرُهُمْ وَكَذَلِكَ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ فُقَهَاءِ التَّابِعِينَ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .
وَرَوَى بَعْضُهُمْ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ إِدْرِيسَ، هَذَا الْحَدِيثَ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ أَبَا بَكْرٍ، ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ عُمَرَ ضَرَبَ وَغَرَّبَ . حَدَّثَنَا بِذَلِكَ أَبُو سَعِيدٍ الأَشَجُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ . وَهَكَذَا رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ رِوَايَةِ ابْنِ إِدْرِيسَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ نَحْوَ هَذَا . وَهَكَذَا رَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ أَبَا بَكْرٍ ضَرَبَ وَغَرَّبَ وَأَنَّ عُمَرَ ضَرَبَ وَغَرَّبَ . وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَقَدْ صَحَّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم النَّفْىُ رَوَاهُ أَبُو هُرَيْرَةَ وَزَيْدُ بْنُ خَالِدٍ وَعُبَادَةُ بْنُ الصَّامِتِ وَغَيْرُهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعَلِيٌّ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَأَبُو ذَرٍّ وَغَيْرُهُمْ وَكَذَلِكَ رُوِيَ عَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ فُقَهَاءِ التَّابِعِينَ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ .

তাহকীক:
তাহকীক চলমান