আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৫. শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৩৩৬
আন্তর্জাতিক নং: ১৩৩৬
শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়
বিচার ক্ষেত্রে ঘুষখোর এবং ঘুষদাতা।
১৩৪০. কুতায়বা (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বিচার ক্ষেত্রে ঘুষখোর ও ঘুষদাতাকে রাসূলুল্লাহ (ﷺ) লা‘নত করেছেন। - ইবনে মাজাহ ২৩১৩,
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর, আয়িশা, ইবনে হাদীদা ও উম্মে সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। এই হাদীসটি আবু সালামা ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) সূত্রেও বর্ণিত আছে। আবু সালামা - তার পিতা আব্দুর রহমান সূত্রে নবী (ﷺ) থেকেও এটি বর্ণিত আছে। তবে এটি সহীহ নয়। আমি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানকে বলতে শুনেছি যে, আবু সালামা - আব্দুল্লাহ ইবনে আমর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত রিওয়ায়াতটি এই বিষয়ে বর্ণিত রিওয়ায়াত সমূহের মধ্যে সর্বোত্তম ও সর্বাধিক সহীহ।
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর, আয়িশা, ইবনে হাদীদা ও উম্মে সালামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। এই হাদীসটি আবু সালামা ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) সূত্রেও বর্ণিত আছে। আবু সালামা - তার পিতা আব্দুর রহমান সূত্রে নবী (ﷺ) থেকেও এটি বর্ণিত আছে। তবে এটি সহীহ নয়। আমি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমানকে বলতে শুনেছি যে, আবু সালামা - আব্দুল্লাহ ইবনে আমর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত রিওয়ায়াতটি এই বিষয়ে বর্ণিত রিওয়ায়াত সমূহের মধ্যে সর্বোত্তম ও সর্বাধিক সহীহ।
كتاب الأحكام عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الرَّاشِي وَالْمُرْتَشِي فِي الْحُكْمِ .
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِي وَالْمُرْتَشِي فِي الْحُكْمِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ وَابْنِ حَدِيدَةَ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ يَصِحُّ . قَالَ وَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَقُولُ حَدِيثُ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحْسَنُ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَصَحُّ .
তাহকীক:
হাদীস নং: ১৩৩৭
আন্তর্জাতিক নং: ১৩৩৭
শাসনকার্য পরিচালনা ও আদালত-বিচার অধ্যায়
বিচার ক্ষেত্রে ঘুষখোর এবং ঘুষদাতা।
১৩৪১. আবু মুসা মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘুষখোর এবং ঘুষদাতার উপর লা‘নত করেছেন। -
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান - সহীহ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান - সহীহ
كتاب الأحكام عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الرَّاشِي وَالْمُرْتَشِي فِي الْحُكْمِ .
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ خَالِهِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الرَّاشِي وَالْمُرْتَشِي . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
তাহকীক: