আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৪. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৭৯
আন্তর্জাতিক নং: ১২৭৯
কুকুর ও বিড়াল বিক্রয় মূল্য মাকরূহ।
১২৮২. আলী ইবনে হুজর ও আলী ইবনে খাশরাম (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,রাসূলুল্লাহ্ (ﷺ) কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য নিষেধ করেছেন। - ইবনে মাজাহ, মুসলিম
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ হাদীসটির সনদে ইযতিরাব বিদ্যমান। এ হাদীসটি আ’মাশ থেকে তাঁর কোন কোন উস্তাদ সূত্রে জাবির (রাযিঃ) সনদে ও বর্ণিত হয়েছে। এ হাদীসটির রিওয়ায়াতের ক্ষেত্রে রাবীগণ আ’মাশের পর্যায়ে এসে ইযতিরাব করেছেন। আলিমের একদল বিড়াল বিক্রয় মূল্য মাকরূহ বলে মত প্রকাশ করেছেন। আর কতক আলিম এই ক্ষেত্রে অনুমতি দিয়েছেন। এ হলো আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। ইবনে ফুযায়ল এ হাদীসটিকে অন্যভাবে আ’মাশ-আবু হাযিম- আবু হুরায়রা (রাযিঃ)-নবী (ﷺ) সূত্রে বর্ণনা করেছেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ হাদীসটির সনদে ইযতিরাব বিদ্যমান। এ হাদীসটি আ’মাশ থেকে তাঁর কোন কোন উস্তাদ সূত্রে জাবির (রাযিঃ) সনদে ও বর্ণিত হয়েছে। এ হাদীসটির রিওয়ায়াতের ক্ষেত্রে রাবীগণ আ’মাশের পর্যায়ে এসে ইযতিরাব করেছেন। আলিমের একদল বিড়াল বিক্রয় মূল্য মাকরূহ বলে মত প্রকাশ করেছেন। আর কতক আলিম এই ক্ষেত্রে অনুমতি দিয়েছেন। এ হলো আহমাদ ও ইসহাক (রাহঃ)-এর অভিমত। ইবনে ফুযায়ল এ হাদীসটিকে অন্যভাবে আ’মাশ-আবু হাযিম- আবু হুরায়রা (রাযিঃ)-নবী (ﷺ) সূত্রে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ فِي إِسْنَادِهِ اضْطِرَابٌ وَلاَ يَصِحُّ فِي ثَمَنِ السِّنَّوْرِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الأَعْمَشِ عَنْ بَعْضِ أَصْحَابِهِ عَنْ جَابِرٍ . وَاضْطَرَبُوا عَلَى الأَعْمَشِ فِي رِوَايَةِ هَذَا الْحَدِيثِ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ ثَمَنَ الْهِرِّ وَرَخَّصَ فِيهِ بَعْضُهُمْ وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَرَوَى ابْنُ فُضَيْلٍ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১২৮০
আন্তর্জাতিক নং: ১২৮০
কুকুর ও বিড়াল বিক্রয় মূল্য মাকরূহ।
১২৮৩. ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিড়াল আহার করা ও এর মূল্য ভোগ করা নিষেধ করেছেন। - ইবনে মাজাহ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ হাদীসটি হাসান-গারীব। আব্দুর রাযযাক ছাড়া উমর ইবনে যায়দ থেকে বড় কেউ কিছু রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ হাদীসটি হাসান-গারীব। আব্দুর রাযযাক ছাড়া উমর ইবনে যায়দ থেকে বড় কেউ কিছু রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ زَيْدٍ الصَّنْعَانِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الْهِرِّ وَثَمَنِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَعُمَرُ بْنُ زَيْدٍ لاَ نَعْرِفُ كَبِيرَ أَحَدٍ رَوَى عَنْهُ غَيْرَ عَبْدِ الرَّزَّاقِ .

তাহকীক:
তাহকীক চলমান