আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৪. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১২৫৬
আন্তর্জাতিক নং: ১২৫৬
ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
ওয়ালা (অভিভাবকত্বের) শর্ত করা এবং এই বিষয়ে ভৎর্সনা প্রসঙ্গে।
১২৫৯. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বারীরাকে ক্রয় করার ইচ্ছা করেছিলেন। তখন তার মালিক পক্ষ (নিজদের জন্য) ওয়ালা’-এর শর্তারোপ করে। নবী (ﷺ) (আয়িশাকে) বললেন, তুমি বারিরাকে কিনে নাও। যে মূল্য পরিশোধ করে (বা যে আযাদ করার নিআমতের অধিকারী হয়েছেন) তারই ‘ওয়ালা’ থাকবে। - ইবনে মাজাহ, নাসাঈ
এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, মানসুর ইবনুল মু’তামিরের কুনিয়াত বা উপনাম হলো আত্তাব’। আবু বকর আত্তার আল-বসরী (রাহঃ) আলী ইবনুল মাদীনী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) কে বলতে শুনেছি, মানসুর-এর বরাতে যদি তোমাকে কিছু রিওয়ায়াত করা হয় তবে তুমি তোমার হাতকে মঙ্গল ও কল্যাণে ভর্তি করে নিলে। তাছাড়া অন্য কিছুর আর বাসনা করো না। এরপর ইয়াহয়া বললেন, ইবরাহীম নাখঈ ও মুজাহিদ (রাহঃ)-এর রিওয়ায়াতের ক্ষেত্রে মনসুর অপেক্ষা অধিক আস্থাযোগ্য কাউকে আমি পাই নি। মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আবুল আসওয়াদ বর্ণনা করেছেন যে, আব্দুর রহমান ইবনে মাহদী বলেছেন, কূফাবাসীদের মধ্যে মনসুর হলেন সব চাইতে নির্ভরযোগ্য।
এই বিষয়ে ইবনে উমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আয়িশা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এতদনুসারে আলিমগণের আমল রয়েছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, মানসুর ইবনুল মু’তামিরের কুনিয়াত বা উপনাম হলো আত্তাব’। আবু বকর আত্তার আল-বসরী (রাহঃ) আলী ইবনুল মাদীনী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) কে বলতে শুনেছি, মানসুর-এর বরাতে যদি তোমাকে কিছু রিওয়ায়াত করা হয় তবে তুমি তোমার হাতকে মঙ্গল ও কল্যাণে ভর্তি করে নিলে। তাছাড়া অন্য কিছুর আর বাসনা করো না। এরপর ইয়াহয়া বললেন, ইবরাহীম নাখঈ ও মুজাহিদ (রাহঃ)-এর রিওয়ায়াতের ক্ষেত্রে মনসুর অপেক্ষা অধিক আস্থাযোগ্য কাউকে আমি পাই নি। মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আবুল আসওয়াদ বর্ণনা করেছেন যে, আব্দুর রহমান ইবনে মাহদী বলেছেন, কূফাবাসীদের মধ্যে মনসুর হলেন সব চাইতে নির্ভরযোগ্য।
أبواب البيوع عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي اشْتِرَاطِ الْوَلاَءِ وَالزَّجْرِ عَنْ ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ، بَرِيرَةَ فَاشْتَرَطُوا الْوَلاَءَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اشْتَرِيهَا فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْطَى الثَّمَنَ أَوْ لِمَنْ وَلِيَ النِّعْمَةَ " . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . قَالَ وَمَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ يُكْنَى أَبَا عَتَّابٍ . حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْعَطَّارُ الْبَصْرِيُّ عَنْ عَلِيِّ بْنِ الْمَدِينِيِّ قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ إِذَا حُدِّثْتَ عَنْ مَنْصُورٍ فَقَدْ مَلأْتَ يَدَكَ مِنَ الْخَيْرِ لاَ تُرِدْ غَيْرَهُ . ثُمَّ قَالَ يَحْيَى مَا أَجِدُ فِي إِبْرَاهِيمَ النَّخَعِيِّ وَمُجَاهِدٍ أَثْبَتَ مِنْ مَنْصُورٍ . قَالَ وَأَخْبَرَنِي مُحَمَّدٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الأَسْوَدِ قَالَ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ مَنْصُورٌ أَثْبَتُ أَهْلِ الْكُوفَةِ .
তাহকীক: