আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
১৪. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২১৭
আন্তর্জাতিক নং: ১২১৭
পাল্লা ও পরিমাপ পাত্রের প্রসঙ্গে।
১২২০. সাঈদ ইবনে ইয়াকুব তালকানী (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পাল্লা ও পরিমাপ-পাত্রের মাপে ওজনকারীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা এমন দুই বিষয়ের দায়িত্বে নিয়োজিত যে, তোমাদের পূর্ববর্তী যুগে অতীত যুগে অতীত হয়ে যাওয়া বহু উম্মত এই দুই বিষয়ে ধ্বংস হয়ে গেছে।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হুসাইন ইবনে কায়স (রাহঃ)-এর সূত্র ছাড়া এই হাদীসটির মারফূ’ রিওয়ায়াত সম্পর্কে আমরা জানি না। হাদীসের ক্ষেত্রে হুসাইন ইবনে কায়স যঈফ। এই হাদীসটি ইবনে আব্বাস (রাযিঃ) থেকে সহীহ সনদে মউকুফরূপেও বর্ণিত আছে।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হুসাইন ইবনে কায়স (রাহঃ)-এর সূত্র ছাড়া এই হাদীসটির মারফূ’ রিওয়ায়াত সম্পর্কে আমরা জানি না। হাদীসের ক্ষেত্রে হুসাইন ইবনে কায়স যঈফ। এই হাদীসটি ইবনে আব্বাস (রাযিঃ) থেকে সহীহ সনদে মউকুফরূপেও বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الْمِكْيَالِ وَالْمِيزَانِ .
حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالْقَانِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، عَنْ حُسَيْنِ بْنِ قَيْسٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَصْحَابِ الْمِكْيَالِ وَالْمِيزَانِ " إِنَّكُمْ قَدْ وُلِّيتُمْ أَمْرَيْنِ هَلَكَتْ فِيهِ الأُمَمُ السَّالِفَةُ قَبْلَكُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ حُسَيْنِ بْنِ قَيْسٍ . وَحُسَيْنُ بْنُ قَيْسٍ يُضَعَّفُ فِي الْحَدِيثِ . وَقَدْ رُوِيَ هَذَا بِإِسْنَادٍ صَحِيحٍ عَنِ ابْنِ عَبَّاسٍ مَوْقُوفًا .

তাহকীক:
তাহকীক চলমান