আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

১২. দুগ্ধপান ইত্যাদি সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৫৭
আন্তর্জাতিক নং: ১১৫৭
দুগ্ধপান ইত্যাদি সংক্রান্ত অধ্যায়
সন্তান হলো শয্যার অধিকারীর।
১১৫৮. আহমাদ ইবনে মানী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সন্তান হলো শয্যাধিকারীর। আর ব্যভিচারীর জন্য হলো পাথর।* - বুখারি, মুসলিম

এই বিষয়ে উমর, উছমান, আয়িশা, আবু উমামা, আমর ইবনে খারিজা, আব্দুল্লাহ ইবনে আমর, বারা ইবনে আযিব এবং যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নবী (ﷺ)-এর আলিম সাহাবীগণের এতদনুসারে আমল রয়েছে। ইমাম যুহরী (রাহঃ) এই হাদীসটিকে সাঈদ ইবনুল মুসায়্যিব ও আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।

*ব্যাভিচারীর বংশ ছাবিত হয় না।
أبواب الرضاع عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّ الْوَلَدَ لِلْفِرَاشِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعُثْمَانَ وَعَائِشَةَ وَأَبِي أُمَامَةَ وَعَمْرِو بْنِ خَارِجَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَالْبَرَاءِ بْنِ عَازِبٍ وَزَيْدِ بْنِ أَرْقَمَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَقَدْ رَوَاهُ الزُّهْرِيُّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَأَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ .