আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

১০. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০৪৭
আন্তর্জাতিক নং: ১০৪৭
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কবরে মৃত ব্যক্তির নীচে একটি কাপড় বিছিয়ে দেওয়া।
১০৪৭. যায়দ ইবনে আখযাম আত-তাঈ (রাহঃ) ..... উছমান ইবনে ফারকাদ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি জা’ফার ইবনে মুহাম্মাদ (রাহঃ) কে তাঁর পিতা মুহাম্মাদ (রাহঃ) এর সূত্রে রিওয়ায়াত করতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এর কবরের ‘লাহদ’ কেটেছিলেন আবু তালহা (রাযিঃ) আর তাঁর নীচে একটি চাঁদর রেখেছিলেন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আযাদকৃত দাস শুকরান (রাযিঃ)। জা’ফার (রাহঃ) বলেন, আমাকে ইবনে রাফি’ বলেছেন যে, আমি শুকরান (রাযিঃ) কে বলতে শুনেছি, আল্লাহর কসম, কবরে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নীচে আমিই একটি চাঁদর বিছিয়ে দিয়েছিলাম।

এই বিষয়ে ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, শুকরান (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গারীব। আলী ইবনুল মাদীনী (রাহঃ)ও এই হাদীস উছমান ইবনে ফারকাদ (রাহঃ) এর বরাতে বর্ণনা করেছেন।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الثَّوْبِ الْوَاحِدِ يُلْقَى تَحْتَ الْمَيِّتِ فِي الْقَبْرِ
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ فَرْقَدٍ، قَالَ سَمِعْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، قَالَ الَّذِي أَلْحَدَ قَبْرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَبُو طَلْحَةَ وَالَّذِي أَلْقَى الْقَطِيفَةَ تَحْتَهُ شُقْرَانُ مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ جَعْفَرٌ وَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ قَالَ سَمِعْتُ شُقْرَانَ يَقُولُ أَنَا وَاللَّهِ طَرَحْتُ الْقَطِيفَةَ تَحْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْقَبْرِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ شُقْرَانَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ عَنْ عُثْمَانَ بْنِ فَرْقَدٍ هَذَا الْحَدِيثَ .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০৪৮
আন্তর্জাতিক নং: ১০৪৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কবরে মৃত ব্যক্তির নীচে একটি কাপড় বিছিয়ে দেওয়া।
১০৪৮. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) এর কবরে একটি লাল চাঁদর রাখা হয়েছিল। - মুসলিম

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি হাসান-সহীহ। শু’বা (রাহঃ) এটিকে আবু হামযা আল- কাসসাব (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন। তাঁর নাম হলো ইমরান ইবনে আবী আতা। আবু জামরা আয-যুবাঈ (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। তাঁর নাম হলো নসর ইবনে ইমরান। এরা উভয়েই ইবনে আব্বাস (রাযিঃ) এর শাগরিদ। ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি মায়্যিতের নীচে কোন কিছু রাখা পছন্দ করতেন না। কোন কোন আলিম এই হাদীসের মর্মানুসারে আমল করেছেন। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) অন্যস্থলে মুহাম্মাদ ইবনে জা’ফর ও ইয়াহয়া-শু’বা-আবু জামরা ইবনে আব্বাস (রাযিঃ) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এটি অধিকতর সহীহ।
أبواب الجنائز عن رسول الله ﷺ
باب مَا جَاءَ فِي الثَّوْبِ الْوَاحِدِ يُلْقَى تَحْتَ الْمَيِّتِ فِي الْقَبْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جُعِلَ فِي قَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَطِيفَةٌ حَمْرَاءُ .
قَالَ وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ فِي مَوْضِعٍ آخَرَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَيَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، . وَهَذَا أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى شُعْبَةُ، عَنْ أَبِي حَمْزَةَ الْقَصَّابِ، وَاسْمُهُ، عِمْرَانُ بْنُ أَبِي عَطَاءٍ وَرُوِيَ عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، وَاسْمُهُ، نَصْرُ بْنُ عِمْرَانَ وَكِلاَهُمَا مِنْ أَصْحَابِ ابْنِ عَبَّاسٍ . وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ كَرِهَ أَنْ يُلْقَى، تَحْتَ الْمَيِّتِ فِي الْقَبْرِ شَيْءٌ . وَإِلَى هَذَا ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ .