আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৯. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯৫৭
আন্তর্জাতিক নং: ৯৫৭
الْحَجِّ الأَكْبَرِ এর দিন সম্পর্কে।
৯৬০. আব্দুল ওয়ারিছ ইবনে আব্দুস সমাদ ইবনে আব্দুল ওয়ারিছ (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে হজ্জে আকবার কোন দিন সর্ম্পকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, এটি হলো ইয়াওমুন্ নাহরে। - আবু দাউদ
باب مَا جَاءَ فِي يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ فَقَالَ " يَوْمُ النَّحْرِ " .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৯৫৮
আন্তর্জাতিক নং: ৯৫৮
الْحَجِّ الأَكْبَرِ এর দিন সম্পর্কে।
৯৬১. ইবনে উমর (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, হজ্জে আকবারের দিন হলো ইয়াওমুন্ নাহর।
অবশ্য তিনি ইহা মারফূরূপে বর্ণনা করেন নি। এই হাদীসটি প্রথম হাদীস অপেক্ষা অধিকতর সহীহ্। ইবনে উয়াইনা (রাহঃ) -এর মউকুফেরূপে বর্ণিত রিওয়ায়াতটি মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) -এর মারফূরূপে বর্ণিত রিওয়ায়াতটি (৯৬০নং) থেকে অধিকতর সহীহ্। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, একাধিক হাফিজুল হাদীস রাবী এই রিওয়ায়াতটিকে আবু ইসহাক হারিছ- আলী (রাযিঃ) মাউকুফরূপে বর্ণনা করেছেন।
অবশ্য তিনি ইহা মারফূরূপে বর্ণনা করেন নি। এই হাদীসটি প্রথম হাদীস অপেক্ষা অধিকতর সহীহ্। ইবনে উয়াইনা (রাহঃ) -এর মউকুফেরূপে বর্ণিত রিওয়ায়াতটি মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) -এর মারফূরূপে বর্ণিত রিওয়ায়াতটি (৯৬০নং) থেকে অধিকতর সহীহ্। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, একাধিক হাফিজুল হাদীস রাবী এই রিওয়ায়াতটিকে আবু ইসহাক হারিছ- আলী (রাযিঃ) মাউকুফরূপে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ . قَالَ أَبُو عِيسَى وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ وَرِوَايَةُ ابْنِ عُيَيْنَةَ مَوْقُوفًا أَصَحُّ مِنْ رِوَايَةِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ مَرْفُوعًا . هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ مِنَ الْحُفَّاظِ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا . وَقَدْ رَوَى شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا .

তাহকীক:
তাহকীক চলমান