আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৯. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯০৩
আন্তর্জাতিক নং: ৯০৩
রমী জামরার সময় লোকদের হাকিয়ে সরিয়ে দেয়া মাকরুহ।
৯০৫. আহমদ ইবনে মানী‘ (রাহঃ) .... কুদামা ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ)- কে আমি তার উটনীটিতে সওয়ার হয়ে রমী করতে দেখেছি। সেখানে কোন মারপিট, কোনরূপ ধাক্কা-ধাক্কি এবং ‘সরে যাও ‘সরে যাও' ইত্যাদি কিছু ছিল না। - ইবনে মাজাহ
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে হানযালা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, কুদামা ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদীসটি হাসন - সহীহ। এই সূত্রেই হাদীসটি পরিচিত এবং এটি হাসান - সহীহ। রাবী আয়মান ইবনে হাদীস বিশেষজ্ঞগণের মতে ছিকাহ্ ও নির্ভরযোগ্য।
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে হানযালা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, কুদামা ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদীসটি হাসন - সহীহ। এই সূত্রেই হাদীসটি পরিচিত এবং এটি হাসান - সহীহ। রাবী আয়মান ইবনে হাদীস বিশেষজ্ঞগণের মতে ছিকাহ্ ও নির্ভরযোগ্য।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ طَرْدِ النَّاسِ عِنْدَ رَمْىِ الْجِمَارِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَيْمَنَ بْنِ نَابِلٍ، عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَرْمِي الْجِمَارَ عَلَى نَاقَةٍ لَيْسَ ضَرْبٌ وَلاَ طَرْدٌ وَلاَ إِلَيْكَ إِلَيْكَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَإِنَّمَا يُعْرَفُ هَذَا الْحَدِيثُ مِنْ هَذَا الْوَجْهِ وَهُوَ حَدِيثُ أَيْمَنَ بْنِ نَابِلٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: