আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৯. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৩৫
আন্তর্জাতিক নং: ৮৩৫
কোন ইহরাম পালনকারী ব্যক্তির গায়ে জামা বা জুব্বা থাকলে।
৮৩৭. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ...... ইয়ালা ইবনে উমাইয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জনৈক বেদুঈনকে ইহরাম অবস্থায় জুব্বা পরিহিত দেখতে পেলেন। তখন তিনি তাকে এটি খুলে ফেলতে নির্দেশ দিলেন। - আবু দাউদ, মুসলিম
باب مَا جَاءَ فِي الَّذِي يُحْرِمُ وَعَلَيْهِ قَمِيصٌ أَوْ جُبَّةٌ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ رَأَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَعْرَابِيًّا قَدْ أَحْرَمَ وَعَلَيْهِ جُبَّةٌ فَأَمَرَهُ أَنْ يَنْزِعَهَا .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৮৩৬
আন্তর্জাতিক নং: ৮৩৬
কোন ইহরাম পালনকারী ব্যক্তির গায়ে জামা বা জুব্বা থাকলে।
৮৩৮. ইবনে আবু উমর (রাহঃ) ...... ইয়ালা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) এর থেকে অনুরূপ মর্মে হাদীস বর্ণিত আছে।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি অধিকতর সহীহ। এই হাদীসটি সম্পর্কে একটি কাহিনীও রয়েছে।* কাতাদা হাজ্জাজ ইবনে আরতাত প্রমুখ আতা ইয়ালা ইবনে জুরায়জ আতা উমাইয়া (রাযিঃ) সূত্রে এইরূপই রিওয়ায়াত করেছেন। কিন্তু আমর ইবনে দীনার ইবনে জুরায়জ আতা সাফওয়ান ইবনে ইয়ালা তৎপিতা ইয়ালা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি হল সহীহ।
* ইয়া'লা (রাযিঃ) উমর (রাযিঃ)-কে বলেছিলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর ওহী নাযিল অবস্থায় তাঁকে আপনি আমাকে দেখাবেন? রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে জিইররানা নামক স্থানে অবস্থান করছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! সুগন্ধি লাগিয়ে যদি কেউ ইহরাম করে তবে কি হবে? রাসূলুল্লাহ চুপ করে রইলেন। এমতাবস্থায় ওহী নাযিল হচ্ছিল। তখন উমর (রাযিঃ) ইয়া'লা (রাযিঃ)-কে ইশারায় ডাকলেন, তিনি আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) একটি কাপড়ের দ্বারা ছায়াবৃত অবস্থায় ছিলেন। ইয়ালা (রাযিঃ)-এর ভিতর মাথা ঢুকিয়ে দেখেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারা মুবারক রক্তবর্ণ হয়ে গেছে এবং তাঁর গলা দিয়ে গড় গড় আওয়াজ হচ্ছে। যাহোক, এই অবস্থা অপসৃত হওয়ার পর তিনি উমরা সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তিটিকে ডেকে বললেনঃ উক্ত সুগন্ধি তিনবার ধুয়ে নাও এবং জুব্বাটি খুলে ফেল আর হজ্জের সময় যা করতে উমরাতেও তা করবে। (বুখারী)
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি অধিকতর সহীহ। এই হাদীসটি সম্পর্কে একটি কাহিনীও রয়েছে।* কাতাদা হাজ্জাজ ইবনে আরতাত প্রমুখ আতা ইয়ালা ইবনে জুরায়জ আতা উমাইয়া (রাযিঃ) সূত্রে এইরূপই রিওয়ায়াত করেছেন। কিন্তু আমর ইবনে দীনার ইবনে জুরায়জ আতা সাফওয়ান ইবনে ইয়ালা তৎপিতা ইয়ালা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি হল সহীহ।
* ইয়া'লা (রাযিঃ) উমর (রাযিঃ)-কে বলেছিলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর ওহী নাযিল অবস্থায় তাঁকে আপনি আমাকে দেখাবেন? রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে জিইররানা নামক স্থানে অবস্থান করছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! সুগন্ধি লাগিয়ে যদি কেউ ইহরাম করে তবে কি হবে? রাসূলুল্লাহ চুপ করে রইলেন। এমতাবস্থায় ওহী নাযিল হচ্ছিল। তখন উমর (রাযিঃ) ইয়া'লা (রাযিঃ)-কে ইশারায় ডাকলেন, তিনি আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) একটি কাপড়ের দ্বারা ছায়াবৃত অবস্থায় ছিলেন। ইয়ালা (রাযিঃ)-এর ভিতর মাথা ঢুকিয়ে দেখেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর চেহারা মুবারক রক্তবর্ণ হয়ে গেছে এবং তাঁর গলা দিয়ে গড় গড় আওয়াজ হচ্ছে। যাহোক, এই অবস্থা অপসৃত হওয়ার পর তিনি উমরা সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তিটিকে ডেকে বললেনঃ উক্ত সুগন্ধি তিনবার ধুয়ে নাও এবং জুব্বাটি খুলে ফেল আর হজ্জের সময় যা করতে উমরাতেও তা করবে। (বুখারী)
باب مَا جَاءَ فِي الَّذِي يُحْرِمُ وَعَلَيْهِ قَمِيصٌ أَوْ جُبَّةٌ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . وَهَذَا أَصَحُّ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَاهُ قَتَادَةُ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَطَاءٍ عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ . وَالصَّحِيحُ مَا رَوَى عَمْرُو بْنُ دِينَارٍ وَابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: