আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮০২
আন্তর্জাতিক নং: ৮০২
ঈদুল ফিতর ও ঈদুল আযহা কখন হয়।
৮০০. ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঈদুল ফিতর হল যে দিন লোকেরা রোযা ভঙ্গ করে আর ঈদুল আযহা হল লোকেরা যেদিন কুরবানী দেয়। - ইবনে মাজাহ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আমি মুহাম্মাদ (রাহঃ) কে জিজ্ঞাসা করেছিলাম, রাবী মুহাম্মাদ ইবনে মুনকাদির কি আয়িশা (রাযিঃ) এর কাছে হাদীস শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। তাঁর হাদীসে তিনি আয়িশা (রাযিঃ) এর কাছে শুনেছি উল্লেখ করে থাকেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এই সূত্রে হাসান-গারীব-সহীহ।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আমি মুহাম্মাদ (রাহঃ) কে জিজ্ঞাসা করেছিলাম, রাবী মুহাম্মাদ ইবনে মুনকাদির কি আয়িশা (রাযিঃ) এর কাছে হাদীস শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। তাঁর হাদীসে তিনি আয়িশা (রাযিঃ) এর কাছে শুনেছি উল্লেখ করে থাকেন। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এই সূত্রে হাসান-গারীব-সহীহ।
باب مَا جَاءَ فِي الْفِطْرِ وَالأَضْحَى مَتَى يَكُونُ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ، عَنْ مَعْمَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْفِطْرُ يَوْمَ يُفْطِرُ النَّاسُ وَالأَضْحَى يَوْمَ يُضَحِّي النَّاسُ " . قَالَ أَبُو عِيسَى سَأَلْتُ مُحَمَّدًا قُلْتُ لَهُ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ سَمِعَ مِنْ عَائِشَةَ قَالَ نَعَمْ يَقُولُ فِي حَدِيثِهِ سَمِعْتُ عَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ مِنْ هَذَا الْوَجْهِ .

তাহকীক:
তাহকীক চলমান