আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭৪২
আন্তর্জাতিক নং: ৭৪২
জুমআর দিনের রোযা পালন।
৭৪০. কাসিম ইবনে দীনার (রাহঃ) ..... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক মাসের শুরুতে তিন দিন রোযা পালন করতেন। আর জুমআর দিন খুব কমই তিনি রোযা ছাড়া অতিবাহিত করতেন।
এই বিষয়ে ইবনে উমর ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আব্দুল্লাহ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গরীব। আলিমগণের এক দল জুমআ বারের রোযা পালন মুস্তাহাব বলে অভিহিত দিয়েছেন। তবে জুমআর আগের বা পর দিনের রোযা পালন না করে কেবল জুমআর দিনের রোযা মাকরূহ। শু‘বা (রাহঃ)ও এই হাদীসটি আসিম (রাহঃ) এর বরাতে বর্ণনা করেছেন। তবে এটিকে মারফু‘ হিসাবে উল্লেখ করেননি।
এই বিষয়ে ইবনে উমর ও আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, আব্দুল্লাহ (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গরীব। আলিমগণের এক দল জুমআ বারের রোযা পালন মুস্তাহাব বলে অভিহিত দিয়েছেন। তবে জুমআর আগের বা পর দিনের রোযা পালন না করে কেবল জুমআর দিনের রোযা মাকরূহ। শু‘বা (রাহঃ)ও এই হাদীসটি আসিম (রাহঃ) এর বরাতে বর্ণনা করেছেন। তবে এটিকে মারফু‘ হিসাবে উল্লেখ করেননি।
باب مَا جَاءَ فِي صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ
حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، وَطَلْقُ بْنُ غَنَّامٍ، عَنْ شَيْبَانَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ مِنْ غُرَّةِ كُلِّ شَهْرٍ ثَلاَثَةَ أَيَّامٍ وَقَلَّمَا كَانَ يُفْطِرُ يَوْمَ الْجُمُعَةِ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَبْدِ اللَّهِ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدِ اسْتَحَبَّ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ صِيَامَ يَوْمِ الْجُمُعَةِ وَإِنَّمَا يُكْرَهُ أَنْ يَصُومَ يَوْمَ الْجُمُعَةِ لاَ يَصُومُ قَبْلَهُ وَلاَ بَعْدَهُ . قَالَ وَرَوَى شُعْبَةُ عَنْ عَاصِمٍ هَذَا الْحَدِيثَ وَلَمْ يَرْفَعْهُ .

তাহকীক:
তাহকীক চলমান