আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬২২
আন্তর্জাতিক নং: ৬২২
গরুর যাকাত।
৬২২. মুহাম্মাদ ইবনে উবাইদ আল মুহারিবীও আবু সাঈদ আল-আশাজ্জ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ ত্রিশটি গরুতে একটি পূর্ণ এক বছর বয়স্ক গরু বা গাভী, প্রতি চল্লিশটিতে পূর্ণ দুই বছর বয়স্ক গাভী (যাকাত হিসাবে দিতে হয়)। - ইবনে মাজাহ ১৮০৪
এই বিষয়ে মু’আয ইবনে জাবাল (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেনঃ খুসায়ফ (রাযিঃ) থেকে ও আব্দুস্ সালাম ইবনে হারব (রাহঃ) এইরূপই বর্ণনা করেছেন। আব্দুস সালাম (রাহঃ) নির্ভরযোগ্য ও (হাদীসের) হাফিয। শারীক এই হাদীসটিকে খুসায়ফ আবু উবাইদা সূত্রে তার পিতা থেকে আব্দুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন। এই আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ তার পিতা থেকে কোন হাদীস শুনেননি।
এই বিষয়ে মু’আয ইবনে জাবাল (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেনঃ খুসায়ফ (রাযিঃ) থেকে ও আব্দুস্ সালাম ইবনে হারব (রাহঃ) এইরূপই বর্ণনা করেছেন। আব্দুস সালাম (রাহঃ) নির্ভরযোগ্য ও (হাদীসের) হাফিয। শারীক এই হাদীসটিকে খুসায়ফ আবু উবাইদা সূত্রে তার পিতা থেকে আব্দুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন। এই আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ তার পিতা থেকে কোন হাদীস শুনেননি।
باب مَا جَاءَ فِي زَكَاةِ الْبَقَرِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ خُصَيْفٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " فِي ثَلاَثِينَ مِنَ الْبَقَرِ تَبِيعٌ أَوْ تَبِيعَةٌ وَفِي أَرْبَعِينَ مُسِنَّةٌ " . وَفِي الْبَابِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَاهُ عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ عَنْ خُصَيْفٍ وَعَبْدُ السَّلاَمِ ثِقَةٌ حَافِظٌ . وَرَوَى شَرِيكٌ هَذَا الْحَدِيثَ عَنْ خُصَيْفٍ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ أُمِّهِ عَنْ عَبْدِ اللَّهِ . وَأَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ لَمْ يَسْمَعْ مِنْ عَبْدِ اللَّهِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬২৩
আন্তর্জাতিক নং: ৬২৩
গরুর যাকাত।
৬২৩. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত।তিনি বলেন, নবী (ﷺ) আমাকে ইয়ামানে প্রেরণ করেন এবং আমাকে নিদের্শে দেন যে, আমি যেন প্রতি ত্রিশটি গরুতে পূর্ণ এক বছরের একটি ষাঁড় বা গাভী এবং প্রতি চল্লিশটিতে পূর্ণ দুই বছরের একটি গাভী (যাকাত হিসাবে) গ্রহণ করি এবং প্রত্যেক বালিগ ব্যক্তির পক্ষ থেকে এক দীনার বা সমপরিমাণ মা’আফিরী কাপড় (জিযয়া হিসাবে) সংগ্রহ করি। - ইবনে মাজাহ ১৮০৩
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন,এই হাদীসটি হাসান। কোন কোন রাবী এই হাদীসটিকে সুফিয়ান, আ’মাশ, আবু ওয়াইল, মাসরূক (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, নবী (ﷺ) মু’আয (রাযিঃ) কে ইয়ামান প্রেরণ করেন এবং তাকে নির্দেশ দেন যেন তিনি গ্রহণ করেন। এই রিওয়ায়াতটি অধিকতর সহীহ।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন,এই হাদীসটি হাসান। কোন কোন রাবী এই হাদীসটিকে সুফিয়ান, আ’মাশ, আবু ওয়াইল, মাসরূক (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, নবী (ﷺ) মু’আয (রাযিঃ) কে ইয়ামান প্রেরণ করেন এবং তাকে নির্দেশ দেন যেন তিনি গ্রহণ করেন। এই রিওয়ায়াতটি অধিকতর সহীহ।
باب مَا جَاءَ فِي زَكَاةِ الْبَقَرِ .
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْيَمَنِ فَأَمَرَنِي أَنْ آخُذَ مِنْ كُلِّ ثَلاَثِينَ بَقَرَةً تَبِيعًا أَوْ تَبِيعَةً وَمِنْ كُلِّ أَرْبَعِينَ مُسِنَّةً وَمِنْ كُلِّ حَالِمٍ دِينَارًا أَوْ عِدْلَهُ مَعَافِرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ سُفْيَانَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ مَسْرُوقٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَأَمَرَهُ أَنْ يَأْخُذَ . وَهَذَا أَصَحُّ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬২৪
আন্তর্জাতিক নং: ৬২৪
গরুর যাকাত।
৬২৪. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আমর ইবনে মুররা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম, আপনি কি আব্দুল্লাহ থেকে কোন বিষয় স্মরণ রাখেন? তিনি বললেন না।
باب مَا جَاءَ فِي زَكَاةِ الْبَقَرِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَأَلْتُ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ هَلْ تَذْكُرُ مِنْ عَبْدِ اللَّهِ شَيْئًا قَالَ لاَ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: