আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাকাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৭৭
আন্তর্জাতিক নং: ৬৭৭
নামাযের পূর্বেই ফিতরা আদায় করা।
৬৭৪. মুসলিম ইবনে আমর ইবনে মুসলিম, আবু আমর হায্যা আল-মাদানী (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিন নামাযের উদ্দেশ্যে অতি ভোরে রওয়ানা হওয়ার আগেই (যাকাত-ফিতরা) আদায় করে দিতে নির্দেশ দিতেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ্ গরীব। আলিমগণের অভিমত যে, ঈদের নামাযের উদ্দেশ্যে ভোরে বের হওয়ার পূর্বেই সাদ্কাতুল ফিতর আদায় করা মুস্তাহাব।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান সহীহ্ গরীব। আলিমগণের অভিমত যে, ঈদের নামাযের উদ্দেশ্যে ভোরে বের হওয়ার পূর্বেই সাদ্কাতুল ফিতর আদায় করা মুস্তাহাব।
باب مَا جَاءَ فِي تَقْدِيمِهَا قَبْلَ الصَّلاَةِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ عَمْرِو بْنِ مُسْلِمٍ أَبُو عَمْرٍو الْحَذَّاءُ الْمَدَنِيُّ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ بِإِخْرَاجِ الزَّكَاةِ قَبْلَ الْغُدُوِّ لِلصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَهُوَ الَّذِي يَسْتَحِبُّهُ أَهْلُ الْعِلْمِ أَنْ يُخْرِجَ الرَّجُلُ صَدَقَةَ الْفِطْرِ قَبْلَ الْغُدُوِّ إِلَى الصَّلاَةِ .