আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৫. দুই ঈদের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫৪১
আন্তর্জাতিক নং: ৫৪১
রাসূল (ﷺ) ঈদের নামাযে এক পথে যেতেন অন্য পথে আসতেন।
৫৪১. আব্দুল আ’লা ইবনে ওয়াসিল ইবনে ইবনে আব্দিল আ’লা আল কুফী ও আবু যুর’আ (রাহঃ) ...... আবু হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, ঈদের দিন রাসুল (ﷺ) এক পথে যেতেন অন্য পথে আসতেন। - ইবনে মাজাহ ১৩০১
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু রাফিঈ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরাইরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গরীব। আবু তুমাইলা ও ইউনুস ইবনে মুহাম্মাদ (রাহঃ)ও এই হাদীসটি ফুলায়হ ইবনে সুলাইমান ......... সাইদ ইবনে আল হারিস ...... জাবীর ইবনে আব্দিল্লাহ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। এই হাদীসের অনুসরণে ইমামের জন্য এক পথে যাওয়া এবং অন্য পথে আসা কতক আলিম মত প্রকাশ করেছেন। এ হল ইমাম শাফিঈ (রাহঃ) এর অভিমত। এই বিষয়ে জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ।
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু রাফিঈ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরাইরা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-গরীব। আবু তুমাইলা ও ইউনুস ইবনে মুহাম্মাদ (রাহঃ)ও এই হাদীসটি ফুলায়হ ইবনে সুলাইমান ......... সাইদ ইবনে আল হারিস ...... জাবীর ইবনে আব্দিল্লাহ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। এই হাদীসের অনুসরণে ইমামের জন্য এক পথে যাওয়া এবং অন্য পথে আসা কতক আলিম মত প্রকাশ করেছেন। এ হল ইমাম শাফিঈ (রাহঃ) এর অভিমত। এই বিষয়ে জাবির (রাযিঃ) বর্ণিত হাদীসটি সহীহ।
باب مَا جَاءَ فِي خُرُوجِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَى الْعِيدِ فِي طَرِيقٍ وَرُجُوعِهِ مِنْ طَرِيقٍ آخَرَ
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ وَاصِلِ بْنِ عَبْدِ الأَعْلَى الْكُوفِيُّ، وَأَبُو زُرْعَةَ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ، عَنْ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ فِي طَرِيقٍ رَجَعَ فِي غَيْرِهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَأَبِي رَافِعٍ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى أَبُو تُمَيْلَةَ وَيُونُسُ بْنُ مُحَمَّدٍ هَذَا الْحَدِيثَ عَنْ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ . قَالَ وَقَدِ اسْتَحَبَّ بَعْضُ أَهْلِ الْعِلْمِ لِلإِمَامِ إِذَا خَرَجَ فِي طَرِيقٍ أَنْ يَرْجِعَ فِي غَيْرِهِ اتِّبَاعًا لِهَذَا الْحَدِيثِ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ . وَحَدِيثُ جَابِرٍ كَأَنَّهُ أَصَحُّ .