আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪. জুমআর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫১৯
আন্তর্জাতিক নং: ৫১৯
জুমআর কিরাআত।
৫১৯. কুতায়বা (রাহঃ) .... রাসূল (ﷺ) এর মাওলা বা আযাদকৃত দাস আবু রাফি (রাযিঃ)-এর পুত্র আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ মারওয়ান আবু হুরায়রা (রাযিঃ) কে মদীনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে নিজে মক্কা যাত্রা করে। অনন্তর আবু হুরায়রা (রাযিঃ) একদিন আমাদের জুমআর নামায পড়ালেন। এতে তিনি (প্রথম রাকআতে) সূরা জুমআ এবং দ্বিতীয় রাকআতে إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ তিলাওয়াত করেন। উবাইদুল্লাহ বলেনঃ পরে আমি আবু হুরায়রা (রাযিঃ) এর সঙ্গে সাক্ষাত করলাম এবং বললামঃ আপনি এমন দু’টি সূরা (এই নামাযে) তিলাওয়াত করলেন যে দু’টি সূরা কূফায় আলী (রাযিঃ) (এই নামাযে) তিলাওয়াত করতেন। আবু হুরায়রা (রাযিঃ) বললেনঃ আমি রাসূল (ﷺ)-কে এই দুটি সূরা তিলাওয়াত করতে শুনেছি। - ইবনে মাজাহ ১১১৮, মুসলিম
এই বিষয়ে ইবনে আব্বাস, নু’মান ইবনে বাশীর এবং আবু উতবা আল-খাওলানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাসুল (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি জুম'আর নামাযে بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ও وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ সূরা দু’টি তিলাওয়াত করতেন। উবাইদুল্লাহ ইবনে আবু রাফি’ আলী ইবনে আবী তালিব (রাযিঃ)-এর কাতিব।
এই বিষয়ে ইবনে আব্বাস, নু’মান ইবনে বাশীর এবং আবু উতবা আল-খাওলানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। রাসুল (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি জুম'আর নামাযে بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ও وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ সূরা দু’টি তিলাওয়াত করতেন। উবাইদুল্লাহ ইবনে আবু রাফি’ আলী ইবনে আবী তালিব (রাযিঃ)-এর কাতিব।
باب مَا جَاءَ فِي الْقِرَاءَةِ فِي صَلاَةِ الْجُمُعَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَلَى الْمَدِينَةِ وَخَرَجَ إِلَى مَكَّةَ فَصَلَّى بِنَا أَبُو هُرَيْرَةَ يَوْمَ الْجُمُعَةِ فَقَرَأَ سُورَةَ الْجُمُعَةِ وَفِي السَّجْدَةِ الثَّانِيَةِ: (ِإذَا جَاءَكَ الْمُنَافِقُونَ ) قَالَ عُبَيْدُ اللَّهِ فَأَدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ فَقُلْتُ لَهُ تَقْرَأُ بِسُورَتَيْنِ كَانَ عَلِيٌّ يَقْرَأُ بِهِمَا بِالْكُوفَةِ قَالَ أَبُو هُرَيْرَةَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهِمَا . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَأَبِي عِنَبَةَ الْخَوْلاَنِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْجُمُعَةِ بِـ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى ) وَ (هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ) . عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ كَاتِبُ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ .