আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪. জুমআর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৫০৭
আন্তর্জাতিক নং: ৫০৭
খুতবা সংক্ষিপ্ত করা।
৫০৭. কুতায়বা ও হান্নাদ (রাহঃ) .... জাবির ইবনে সামূরা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ আমি রাসূল (ﷺ) এর সঙ্গে নামায আদায় করেছি, তাঁর নামায ছিল সংক্ষিপ্ত এবং খুতবাও ছিল সংক্ষিপ্ত। - ইবনে মাজাহ ১১০৬, মুসলিম
এই বিষয়ে আম্মার ইবনে ইয়াসির ও ইবনে আবী আওফা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ জাবির ইবনে সামূরা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আম্মার ইবনে ইয়াসির ও ইবনে আবী আওফা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ জাবির ইবনে সামূরা বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي قَصْدِ الْخُطْبَةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنْتُ أُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَتْ صَلاَتُهُ قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ وَابْنِ أَبِي أَوْفَى . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرِ بْنِ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .