আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪. জুমআর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৯২
আন্তর্জাতিক নং: ৪৯২
জুমআর দিনে গোসল করা।
৪৯২. আহমদ ইবনে মানী (রাহঃ) ...... সালিম (রাহঃ) তার পিতা (ইবনে উমর) সূত্রে বর্ণনা করেন যে, তিনি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি জুমআয় উপস্থিত হবে সে যেন গোসল করে নেয়। - ইবনে মাজাহ ১০৮৮
এই বিষয়ে আবু সাঈদ, উমর, জাবির, বারা, আয়িশা ও আবুদ-দারদা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
এই বিষয়ে আবু সাঈদ, উমর, জাবির, বারা, আয়িশা ও আবুদ-দারদা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الاِغْتِسَالِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَتَى الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَالْبَرَاءِ وَعَائِشَةَ وَأَبِي الدَّرْدَاءِ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৯৩
আন্তর্জাতিক নং: ৪৯৩
জুমআর দিনে গোসল করা।
৪৯৩. যুহরী ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) সূত্রেও এই হাদীসটি বর্ণিত আছে। কুতায়বা (রাহঃ) ...... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। মুহাম্মাদ আল-বূখারী (রাহঃ) বলেনঃ যুহরী সালিম তার পিতা আব্দুল্লাহ (রাযিঃ) সূত্রে বর্ণিত এবং আব্দুল্লাহ ইবনে আব্দিল্লাহ তার পিতা আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণিত উভয় হাদীসই সহীহ। ইমাম যুহরীর কোন ছাত্র তার সূত্রে তার সূত্রে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ ইবনে উমর উমর (রাযিঃ) থেকে নবী (ﷺ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি জুমআর গোসল সম্পর্কে বলেছেন। হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي الاِغْتِسَالِ يَوْمَ الْجُمُعَةِ
وَرُوِيَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثُ أَيْضًا . حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مِثْلَهُ . وَقَالَ مُحَمَّدٌ وَحَدِيثُ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ كِلاَ الْحَدِيثَيْنِ صَحِيحٌ . وَقَالَ بَعْضُ أَصْحَابِ الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي آلُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ أَيْضًا وَهُوَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৯৪
আন্তর্জাতিক নং: ৪৯৪
জুমআর দিনে গোসল করা।
৪৯৪. ইমাম যুহরী (রাহঃ) এর জনৈক শাগরেদ যুহরী ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) একবার জুমআর দিন খুতবা দিচ্ছিলেন। এই সময় জনৈক সাহাবী এসে (মসজিদে) প্রবেশ করলেন। তখন তিনি তাকে বললেনঃ এখন কয়টা? তিনি বললেনঃ এই তো কেবল আযানের আওয়ায শুনতে পেলাম। উযু ছাড়া আর অতিরিক্ত কিছু করিনি। উমর (রাযিঃ) বললেনঃ কেবল উযু; অথচ আপনি জানেন যে, রাসূল (ﷺ) তো গোসল করার নির্দেশ দিয়েছেন। - বুখারি ও মুসলিম
আবু বকর মুহাম্মাদ ইবনে আবান (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আবু বকর মুহাম্মাদ ইবনে আবান (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي الاِغْتِسَالِ يَوْمَ الْجُمُعَةِ
رَوَاهُ يُونُسُ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ بَيْنَمَا عُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَيَّةُ سَاعَةٍ هَذِهِ فَقَالَ مَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ النِّدَاءَ وَمَا زِدْتُ عَلَى أَنْ تَوَضَّأْتُ . قَالَ وَالْوُضُوءَ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِالْغُسْلِ . حَدَّثَنَا بِذَلِكَ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৪৯৫
আন্তর্জাতিক নং: ৪৯৫
জুমআর দিনে গোসল করা।
৪৯৫. আব্দুল্লাহ ইবনে আব্দির রহমান (রাহঃ)-ও যুহরী (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। মালিক (রাহঃ)-ও যুহরী থেকে এই হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ উমর (রাযিঃ) জুমআর দিন খুতবা দিচ্ছিলেন....। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ আমি মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ)-কে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেনঃ যুহরী সালিম তাঁর পিতা ইবনে উমর (রাযিঃ) সনদটি সর্বাপেক্ষা সহীহ। মুহাম্মাদ (রাহঃ) বলেনঃ ইমাম মালিক (রাহঃ) ও যুহরী সালিম তার পিতা ইবনে উমর (রাযিঃ)-এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي الاِغْتِسَالِ يَوْمَ الْجُمُعَةِ
قَالَ وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا أَبُو صَالِحٍ عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْحَدِيثِ . وَرَوَى مَالِكٌ، هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، قَالَ بَيْنَمَا عُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ . فَذَكَرَ هَذَا الْحَدِيثَ . قَالَ أَبُو عِيسَى وَسَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا فَقَالَ الصَّحِيحُ حَدِيثُ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ . قَالَ مُحَمَّدٌ وَقَدْ رُوِيَ عَنْ مَالِكٍ أَيْضًا عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ نَحْوُ هَذَا الْحَدِيثِ .

তাহকীক:
তাহকীক চলমান