আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮৩
আন্তর্জাতিক নং: ২৮৩
এই বিষয়ে অনুমতি প্রসঙ্গে।
২৮৩. ইয়হইয়া ইবনে মুসা .... তাউস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমি ইবনে আব্বাস (রাযিঃ) কে দুই পা খাড়া করে বসা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন এতো সুন্নত। আমি বললাম, এইরূপ বসাকে আমরা ব্যক্তির জন্য অশোভনীয় ও কষ্টকর মনে করি। তিনি বললেন না, বরং তা তোমাদের নবীজীর (ﷺ) এর সুন্নত।[১]
[১] ইমাম খাত্তাবী বলেনঃ হাদীসটি যঈফ এবং মানসূখ।
[১] ইমাম খাত্তাবী বলেনঃ হাদীসটি যঈফ এবং মানসূখ।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الإِقْعَاءِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، يَقُولُ قُلْنَا لاِبْنِ عَبَّاسٍ فِي الإِقْعَاءِ عَلَى الْقَدَمَيْنِ قَالَ هِيَ السُّنَّةُ . فَقُلْنَا إِنَّا لَنَرَاهُ جَفَاءً بِالرَّجُلِ قَالَ بَلْ هِيَ سُنَّةُ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا الْحَدِيثِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ يَرَوْنَ بِالإِقْعَاءِ بَأْسًا وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ مَكَّةَ مِنْ أَهْلِ الْفِقْهِ وَالْعِلْمِ . قَالَ وَأَكْثَرُ أَهْلِ الْعِلْمِ يَكْرَهُونَ الإِقْعَاءَ بَيْنَ السَّجْدَتَيْنِ .

তাহকীক:
তাহকীক চলমান