আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৬৫
আন্তর্জাতিক নং: ১৬৫
’ইশার ওয়াক্ত।
১৬৫. মুহাম্মাদ ইবনে আব্দিল মালিক ইবনে আবীশ শাওয়ারিব (রাহঃ) ...... নুমান ইবনে বাশীর (রাযিঃ) থেকে বর্ণনা করেন আমি এই নামায (ইশা) এর ওয়াক্ত সম্পর্কে বেশী জানি। চন্দ্র মাসের তৃতীয় চাঁদ অস্ত যাওয়ার সময় রাসূল (ﷺ) এই ওয়াক্তের নামায আদায় করতেন।
باب مَا جَاءَ فِي وَقْتِ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ أَنَا أَعْلَمُ النَّاسِ، بِوَقْتِ هَذِهِ الصَّلاَةِ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৬৬
আন্তর্জাতিক নং: ১৬৬
’ইশার ওয়াক্ত।
১৬৬. আবু বকর মুহাম্মাদ ইবনে আবান ..... আবু আওয়ানা থেকে উক্ত সনদে হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন। ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন আবু বিশরের সনদে হুশায়মও এই হাদীসটি রিওয়ায়াত করেছেন, তবে তিনি সনদে আবু বিশরের পর বশীর ইবনে ছাবিতের কথা উল্লেখ করেননি, যেমন আবু আওয়ানা তাঁর সনদে করেছেন। আবু আওয়ানার সনদই আমাদেরে নিকট অধিকতর সহীহ। কেননা ইয়াযীদ ইবনে হারুনও শুবা আবু বিশর সনদে আবু আওয়ানার রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي وَقْتِ صَلاَةِ الْعِشَاءِ الآخِرَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ أَبِي عَوَانَةَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . قَالَ أَبُو عِيسَى رَوَى هَذَا الْحَدِيثَ، هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، . وَلَمْ يَذْكُرْ فِيهِ هُشَيْمٌ عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ، . وَحَدِيثُ أَبِي عَوَانَةَ أَصَحُّ عِنْدَنَا لأَنَّ يَزِيدَ بْنَ هَارُونَ رَوَى عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، نَحْوَ رِوَايَةِ أَبِي عَوَانَةَ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান