আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬১
আন্তর্জাতিক নং: ১৬১
আসরের নামায পিছিয়ে আদায় করা।
১৬১. আলী ইবনে হুজর (রাহঃ) ...... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল (ﷺ) যোহরের ক্ষেত্রে তোমাদের তুলনায় বেশী জলদী করতেন আর তোমরা আসরের ক্ষেত্রে তাঁর চেয়ে বেশী জলদী করছ।
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ صَلاَةِ الْعَصْرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَشَدَّ تَعْجِيلاً لِلظُّهْرِ مِنْكُمْ وَأَنْتُمْ أَشَدُّ تَعْجِيلاً لِلْعَصْرِ مِنْهُ .
হাদীস নং:১৬২
আন্তর্জাতিক নং: ১৬২
আসরের নামায পিছিয়ে আদায় করা।
১৬২. আমার পাণ্ডুলিপিতে সনদটি আলী ইবনে হুজর ইসমাঈল ইবনে ইবরাহীম ইবনে জুরায়জ রূপে লেখা আছে।
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ صَلاَةِ الْعَصْرِ
وَوَجَدْتُ فِي كِتَابِي أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৬৩
আন্তর্জাতিক নং: ১৬৩
আসরের নামায পিছিয়ে আদায় করা।
১৬৩. বিশর ইবনে মুআয আল বসরী (রাহঃ) ...... ইসামাইল ইবনে উলায়্যা ইবনে জুরায়জ (রাহঃ) এর বরাতেও উক্ত হাদীসটি বর্ণিত আছে। আর তা অধিক সহীহ।
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ صَلاَةِ الْعَصْرِ
وَحَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْبَصْرِيُّ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . وَهَذَا أَصَحُّ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: