আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

১২- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৯৮
আন্তর্জাতিক নং: ৯৬২-১
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৯. শবদেহের জন্য দাঁড়ানো রহিত হওয়া প্রসঙ্গ
২০৯৮। কুতায়রা ইবনে সাঈদ, মুহাম্মাদ ইবনে রূমহ ইবনে মুহাজির (রাহঃ) ......... ওয়াকিদ ইবনে আমর সা’দ ইবনে মু’আয (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একটি জানাযা উপলক্ষে দাঁড়িয়েছিলাম। এমতাবস্থায় নাফি ইবনে জুবাইর (রাহঃ) আমাকে দাঁড়ানো দেখতে পেলেন। জানাযা মাটিতে রাখার অপেক্ষায় তিনি বসে ছিলেন। আমাকে বললেন, দাঁড়িয়ে থাকছ কেন? আমি বললাম, আবু সাঈদ খুদরী (রাযিঃ) বর্ণিত হাদীসটির কারণে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তখন নাফি’ (রাহঃ) বললেন, মাসউদ ইবনুল হাকাম আমার কাছে আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে দাঁড়াতেন। পরে তিনি বসেছেন।
كتاب الجنائز
باب نَسْخِ الْقِيَامِ لِلْجَنَازَةِ
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ، أَنَّهُ قَالَ رَآنِي نَافِعُ بْنُ جُبَيْرٍ وَنَحْنُ فِي جَنَازَةٍ قَائِمًا وَقَدْ جَلَسَ يَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ فَقَالَ لِي مَا يُقِيمُكَ فَقُلْتُ أَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ لِمَا يُحَدِّثُ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ . فَقَالَ نَافِعٌ فَإِنَّ مَسْعُودَ بْنَ الْحَكَمِ حَدَّثَنِي عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَعَدَ .
হাদীস নং: ২০৯৯
আন্তর্জাতিক নং: ৯৬২-২
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৯. শবদেহের জন্য দাঁড়ানো রহিত হওয়া প্রসঙ্গ
২০৯৯। মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইসহাক ইবনে ইবরাহীম ও ইবনে আবু উমর (রাহঃ) ......... মাসউদ ইবনে হাকাম আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি আলী ইবনে আবু তালিব (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) পূর্বে দাঁড়াতেন কিন্তু পরে তিনি বসতেন।

নাফি ইবনে জুবাইর (রাহঃ) ওয়াকিদ ইবনে আমর (রাহঃ) কে জানাযা মাটিতে না রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখেছেন বলে হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب الجنائز
باب نَسْخِ الْقِيَامِ لِلْجَنَازَةِ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ الثَّقَفِيِّ، - قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، - قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي وَاقِدُ، بْنُ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ الأَنْصَارِيُّ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَخْبَرَهُ أَنَّ مَسْعُودَ بْنَ الْحَكَمِ الأَنْصَارِيَّ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ فِي شَأْنِ الْجَنَائِزِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ ثُمَّ قَعَدَ . وَإِنَّمَا حَدَّثَ بِذَلِكَ لأَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ رَأَى وَاقِدَ بْنَ عَمْرٍو قَامَ حَتَّى وُضِعَتِ الْجَنَازَةُ .
হাদীস নং: ২১০০
আন্তর্জাতিক নং: ৯৬২-৩
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৯. শবদেহের জন্য দাঁড়ানো রহিত হওয়া প্রসঙ্গ
২১০০। আবু কুরায়ব (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে সাঈদ (রাহঃ) উক্ত সনদে (বর্ণনা করেছেন)।
كتاب الجنائز
باب نَسْخِ الْقِيَامِ لِلْجَنَازَةِ
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، بِهَذَا الإِسْنَادِ .
হাদীস নং: ২১০১
আন্তর্জাতিক নং: ৯৬২-৪
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৯. শবদেহের জন্য দাঁড়ানো রহিত হওয়া প্রসঙ্গ
২১০১। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) কে দাঁড়াতে দেখেছি, তাই আমরাও দাঁড়িয়েছি। আর তিনি বসেছেন, তাই আমরাও বসেছি অর্থাৎ জানাযায়।
كتاب الجنائز
باب نَسْخِ الْقِيَامِ لِلْجَنَازَةِ
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ، بْنِ الْمُنْكَدِرِ قَالَ سَمِعْتُ مَسْعُودَ بْنَ الْحَكَمِ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ، قَالَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا . يَعْنِي فِي الْجَنَازَةِ .
হাদীস নং: ২১০২
আন্তর্জাতিক নং: ৯৬২-৫
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৯. শবদেহের জন্য দাঁড়ানো রহিত হওয়া প্রসঙ্গ
২১০২। মুহাম্মাদ ইবনে আবু বকর আল মূকাদ্দামী ও উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... শু’বা (রাহঃ) থেকে উক্ত সনদে (বর্ণনা করেছেন)।
كتاب الجنائز
باب نَسْخِ الْقِيَامِ لِلْجَنَازَةِ
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ الْقَطَّانُ - عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ .