আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
১২- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
হাদীস নং: ২০৭৫
আন্তর্জাতিক নং: ৯৫১-১
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৬. জানাযার তাকবীর
২০৭৫। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যেদিন নাজ্জাশীর মৃত্যু হল সেদিন লোকজনকে তার প্রতি শোক প্রকাশের জন্য আহবান জানালেন এবং সাবাইকে নিয়ে নামাযের স্থানে বেরিয়ে পড়লেন এবং চার তাকবীর বললেন।
كتاب الجنائز
باب فِي التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَعَى لِلنَّاسِ النَّجَاشِيَ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ فَخَرَجَ بِهِمْ إِلَى الْمُصَلَّى وَكَبَّرَ أَرْبَعَ تَكْبِيرَاتٍ .
তাহকীক:
হাদীস নং: ২০৭৬
আন্তর্জাতিক নং: ৯৫১-২
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৬. জানাযার তাকবীর
২০৭৬। আব্দুল মালিক ইবনে শু’আয়ব ইবনে লাঈস (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবিসিনিয়ার অধিপতি নাজ্জাশীর যেদিন মৃত্যু হয় সেদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তার মৃত্যুর খবর দিলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর।
ইবনে শিহাব (রাহঃ) বলেন, সাঈদ ইবনে মুসায়য়্যিব (রাহঃ) আমাকে বলেছেন যে, আবু হুরায়রা (রাযিঃ) তাঁর কাছে হাদীস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ (ﷺ) তাদের নিয়ে নামাযের স্থান কাতার করলেন। এরপর তিনি নামায আদায় করলেন এবং এতে চার তাকবীর বললেন।
ইবনে শিহাব (রাহঃ) বলেন, সাঈদ ইবনে মুসায়য়্যিব (রাহঃ) আমাকে বলেছেন যে, আবু হুরায়রা (রাযিঃ) তাঁর কাছে হাদীস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ (ﷺ) তাদের নিয়ে নামাযের স্থান কাতার করলেন। এরপর তিনি নামায আদায় করলেন এবং এতে চার তাকবীর বললেন।
كتاب الجنائز
باب فِي التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ حَدَّثَنِي عُقَيْلُ، بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ نَعَى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّجَاشِيَ صَاحِبَ الْحَبَشَةِ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ فَقَالَ " اسْتَغْفِرُوا لأَخِيكُمْ " . قَالَ ابْنُ شِهَابٍ وَحَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَفَّ بِهِمْ بِالْمُصَلَّى فَصَلَّى فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعَ تَكْبِيرَاتٍ .
তাহকীক:
হাদীস নং: ২০৭৭
আন্তর্জাতিক নং: ৯৫১-৩
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৬. জানাযার তাকবীর
২০৭৭। আমরুন নাকিদ, হাসান আল-হুলওয়ানী ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... ইবনে শিহাব (রাহঃ) থেকে উভয় সনদে উকায়ল (রাহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
كتاب الجنائز
باب فِي التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَحَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالُوا حَدَّثَنَا يَعْقُوبُ، - وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ - حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، كَرِوَايَةِ عُقَيْلٍ بِالإِسْنَادَيْنِ جَمِيعًا .
তাহকীক:
হাদীস নং: ২০৭৮
আন্তর্জাতিক নং: ৯৫২-১
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৬. জানাযার তাকবীর
২০৭৮। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) আসহামাহ নাজ্জাশীর জানাযায় নামায আদায় করেছেন এবং এ নামাযে চার তাকবীর বলেছেন।
كتاب الجنائز
باب فِي التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سَلِيمِ بْنِ حَيَّانٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى على أصحمة النجاشي فكبر عليه أربعا
তাহকীক:
হাদীস নং: ২০৭৯
আন্তর্জাতিক নং: ৯৫২-২
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৬. জানাযার তাকবীর
২০৭৯। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আজ আল্লাহ তাআলার একজন নেককার বান্দা আসহামাহ নাজ্জাসী ইন্তিকাল করেছেন। এরপর তিনি দাঁড়ালেন এবং আমাদের ইমামতি করলেন এবং নাজ্জাশীর জন্য জানাযার নামায আদায় করলেন।
كتاب الجنائز
باب فِي التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَاتَ الْيَوْمَ عَبْدٌ لِلَّهِ صَالِحٌ أَصْحَمَةُ " . فَقَامَ فَأَمَّنَا وَصَلَّى عَلَيْهِ .
তাহকীক:
হাদীস নং: ২০৮০
আন্তর্জাতিক নং: ৯৫২-৩
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৬. জানাযার তাকবীর
২০৮০। মুহাম্মাদ ইবনে উবাইদ আল-গুবারী (রাহঃ) ও ইয়াহয়া ইবনে আইয়ুব (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের এক ভাই ইন্তিকাল করেছেন, তোমরা দাঁড়াও এবং তার জানাযার নামায আদায় কর। রাবী বলেন, আমরা উঠলাম, আর তিনি আমাদের দু’কাতারে দাঁড় করালেন।
كتاب الجنائز
باب فِي التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ، بْنِ عَبْدِ اللَّهِ ح . وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي، الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَخًا لَكُمْ قَدْ مَاتَ فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ " . قَالَ فَقُمْنَا فَصَفَّنَا صَفَّيْنِ .
তাহকীক:
হাদীস নং: ২০৮১
আন্তর্জাতিক নং: ৯৫৩
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
১৬. জানাযার তাকবীর
২০৮১। যুহাইর ইবনে হারব, আলী ইবনে হুজর ও ইয়াহয়া ইবনে আইয়ুব (রাহঃ) ......... ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, তোমাদের এক ভাই (নাজাশী) ইন্তিকাল করেছেন। তোমরা দাঁড়াও এবং তার জানাযার নামায আদায় কর। যুহাইর (রাহঃ) এর বর্ণনায় ’তোমাদের ভাই’ উল্লেখ আছে।
كتاب الجنائز
باب فِي التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، ح وَحَدَّثَنَا يَحْيَى، بْنُ أَيُّوبَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَخًا لَكُمْ قَدْ مَاتَ فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ " . يَعْنِي النَّجَاشِيَ وَفِي رِوَايَةِ زُهَيْرٍ " إِنَّ أَخَاكُمْ " .
তাহকীক: