আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৬- মুসাফিরের নামায - কসর নামায - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
হাদীস নং: ১৫১৭
আন্তর্জাতিক নং: ৭১০-১
- মুসাফিরের নামায - কসর নামায
৯. মুয়াযযিন ইকামত দেওয়া শুরু করলে নফল নামায আরম্ভ করা মাকরূহ
১৫১৭। আহমাদ ইবনে হানুল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন ইকামত দেওয়া হয়, তখন ফরয ব্যতীত অন্য নামায নেই।
كتاب صلاة المسافرين وقصرها
باب كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَرْقَاءَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ "
তাহকীক:
হাদীস নং: ১৫১৮
আন্তর্জাতিক নং: ৭১০-১
- মুসাফিরের নামায - কসর নামায
৯. মুয়াযযিন ইকামত দেওয়া শুরু করলে নফল নামায আরম্ভ করা মাকরূহ
১৫১৮। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ও ইবনে রাফি (রাহঃ) ......... ওয়ারাকা (রাহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেছেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ وَابْنُ رَافِعٍ قَالاَ حَدَّثَنَا شَبَابَةُ حَدَّثَنِي وَرْقَاءُ بِهَذَا الإِسْنَادِ .
তাহকীক:
হাদীস নং: ১৫১৯
আন্তর্জাতিক নং: ৭১০-২
- মুসাফিরের নামায - কসর নামায
৯. মুয়াযযিন ইকামত দেওয়া শুরু করলে নফল নামায আরম্ভ করা মাকরূহ
১৫১৯। ইয়াহয়া ইবনে হাবীব আল হারিসী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যখন নামাযের ইকামত দেওয়া হয়, তখন ফরয ব্যতীত অন্য কোন নামায নেই।
كتاب صلاة المسافرين وقصرها
باب كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
وَحَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ، يَقُولُ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ " .
তাহকীক:
হাদীস নং: ১৫২০
আন্তর্জাতিক নং: ৭১০-৩
- মুসাফিরের নামায - কসর নামায
৯. মুয়াযযিন ইকামত দেওয়া শুরু করলে নফল নামায আরম্ভ করা মাকরূহ
১৫২০। আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... যাকারিয়া ইবনে ইসহাক (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
وَحَدَّثَنَاهُ عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ .
তাহকীক:
হাদীস নং: ১৫২১
আন্তর্জাতিক নং: ৭১০-৪
- মুসাফিরের নামায - কসর নামায
৯. মুয়াযযিন ইকামত দেওয়া শুরু করলে নফল নামায আরম্ভ করা মাকরূহ
১৫২১। হাসান আল হুলওয়ানি (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। রাবী হামীদ (রাহঃ) বলেন, আমি আমরের সঙ্গে সাক্ষাত করলে তিনি আমার কাছে এই হাদীস বর্ণনা করেন, কিন্তু মারফু’রূপে বর্ণনা করেননি।
كتاب صلاة المسافرين وقصرها
باب كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
وَحَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . بِمِثْلِهِ . قَالَ حَمَّادٌ ثُمَّ لَقِيتُ عَمْرًا فَحَدَّثَنِي بِهِ وَلَمْ يَرْفَعْهُ .
তাহকীক:
হাদীস নং: ১৫২২
আন্তর্জাতিক নং: ৭১১-১
- মুসাফিরের নামায - কসর নামায
৯. মুয়াযযিন ইকামত দেওয়া শুরু করলে নফল নামায আরম্ভ করা মাকরূহ
১৫২২। আব্দুল্লাহ ইবনে মাসলামা কা’নবী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহায়না (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির পাশ দিয়ে আসছিলেন, সে নামায আদায় করছিল। তখন ফজরের নামাযে ইকামত দেওয়া হয়েছে তিনি তার সঙ্গে কিছু কথা বললেন। কি বলেছেন, আমরা তা জানি না। আমরা যখন নামায শেষ করলাম তখন আমরা তাঁকে ঘিরে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) তোমাকে কি বলেছেন? সে বলল, তিনি আমাকে বলেছেন, মনে হচ্ছে, তোমাদের কেউ ফজরের নামায চার রাকআত আদায় করছে? কানবী বলেন, আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে যুহায়না (রাহঃ) তার পিতা থেকে। ইমাম মুসলিম (রাহঃ) বলেছেন যে, ‘তার পিতা থেকে’ কথাটি এ হাদীসে ভুল।
كتاب صلاة المسافرين وقصرها
باب كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِرَجُلٍ يُصَلِّي وَقَدْ أُقِيمَتْ صَلاَةُ الصُّبْحِ فَكَلَّمَهُ بِشَىْءٍ لاَ نَدْرِي مَا هُوَ فَلَمَّا انْصَرَفْنَا أَحَطْنَا نَقُولُ مَاذَا قَالَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ قَالَ لِي " يُوشِكُ أَنْ يُصَلِّيَ أَحَدُكُمُ الصُّبْحَ أَرْبَعًا " . قَالَ الْقَعْنَبِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مَالِكٍ ابْنُ بُحَيْنَةَ عَنْ أَبِيهِ . قَالَ أَبُو الْحُسَيْنِ مُسْلِمٌ وَقَوْلُهُ عَنْ أَبِيهِ فِي هَذَا الْحَدِيثِ خَطَأٌ .
তাহকীক:
হাদীস নং: ১৫২৩
আন্তর্জাতিক নং: ৭১১-২
- মুসাফিরের নামায - কসর নামায
৯. মুয়াযযিন ইকামত দেওয়া শুরু করলে নফল নামায আরম্ভ করা মাকরূহ
১৫২৩। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে বুহায়না (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফজরের নামাযে দাঁড়িয়ে রাসূলুল্লাহ (ﷺ) দেখতে পেলেন যে, এক ব্যক্তি নামায আদায় করছে। মুয়াযযিন তখন তাকবীর দিচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) লোকটিকে বললেন, তুমি কি ফজরের নামায চার রাকআত আদায় করছ?
كتاب صلاة المسافرين وقصرها
باب كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنِ ابْنِ بُحَيْنَةَ، قَالَ أُقِيمَتْ صَلاَةُ الصُّبْحِ فَرَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً يُصَلِّي وَالْمُؤَذِّنُ يُقِيمُ فَقَالَ " أَتُصَلِّي الصُّبْحَ أَرْبَعًا " .
তাহকীক:
হাদীস নং: ১৫২৪
আন্তর্জাতিক নং: ৭১২
- মুসাফিরের নামায - কসর নামায
৯. মুয়াযযিন ইকামত দেওয়া শুরু করলে নফল নামায আরম্ভ করা মাকরূহ
১৫২৪। আবু কামিল জাহদারী (রাহঃ), হামিদ ইবনে উমর বাকারাবী (রাহঃ), ইবনে নুমাইর ও যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে সারজিস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামায আদায় করছিলেন। লোকটি মসজিদের কোনায় দু রাকআত নামায আদায় করে রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে শামিল হল। রাসূলুল্লাহ (ﷺ) সালাম ফিরিয়ে বললেন, হে ওমুক! তুমি এ দু’ নামাযের মধ্যে কোনটিকে (আসল) গণ্য করেছ? যা তুমি একাকী পড়লে তা, না যা আমাদের সাথে পড়লে তা?
كتاب صلاة المسافرين وقصرها
باب كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، ح وَحَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، كُلُّهُمْ عَنْ عَاصِمٍ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، قَالَ دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي صَلاَةِ الْغَدَاةِ فَصَلَّى رَكْعَتَيْنِ فِي جَانِبِ الْمَسْجِدِ ثُمَّ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَا فُلاَنُ بِأَىِّ الصَّلاَتَيْنِ اعْتَدَدْتَ أَبِصَلاَتِكَ وَحْدَكَ أَمْ بِصَلاَتِكَ مَعَنَا " .