আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৬- মুসাফিরের নামায - কসর নামায - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১১ টি
হাদীস নং: ১৪৮৩
আন্তর্জাতিক নং: ৭০০-১
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৮৩। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উটের পিঠে নফল নামায আদায় করতেন, উটের মুখ যে দিকেই থাক না কেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي سُبْحَتَهُ حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ نَاقَتُهُ .
তাহকীক:
হাদীস নং: ১৪৮৪
আন্তর্জাতিক নং: ৭০০-২
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৮৪। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উটর পিঠে নামায আদায় করতেন, উট যে দিকেই মুখ করে চলুক।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ .
তাহকীক:
হাদীস নং: ১৪৮৫
আন্তর্জাতিক নং: ৭০০-৩
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৮৫। উবাইদুল্লাহ ইবনে উমর কাওয়ারীরী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা থেকে মর্দ্বীনায় আসছিলেন, তখন তার সওয়ারীর উপর নামায আদায় করেছেন, যে দিকেই তাঁর মুখ ছিল। ইবনে উমর (রাযিঃ) বলেন, এ বিষয়ে নাযিল হয়ঃ অর্থাৎ “যে দিকেই তোমরা মুখ ফিরাও না কেন সে দিকই আল্লাহর দিক”।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي وَهُوَ مُقْبِلٌ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ عَلَى رَاحِلَتِهِ حَيْثُ كَانَ وَجْهُهُ - قَالَ - وَفِيهِ نَزَلَتْ ( فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ)
তাহকীক:
হাদীস নং: ১৪৮৬
আন্তর্জাতিক নং: ৭০০-৪
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৮৬। আবু কুরায়ব (রাহঃ) বলেন, আমাদের কাছে বর্ণনা করেছেনইবনে মুবারক ও ইবনে আবু যায়দা (রাহঃ) ইবনে নুমাইর (রাহঃ) বলেন, আমাদের কাছে বর্ণনা করেছেন আমার পিতা আর তারা সকলে আব্দুল মালিক (রাহঃ) থেকে উক্ত সনদে পূর্বের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। ইবনে মুবারক ও ইবনে আবু যায়দা (রাহঃ) বর্ণিত হাদীসে এইরূপ আছে যে, অতঃপর ইবনে উমর (রাযিঃ) তিলাওয়াত করেন,فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ এবং তিনি বলেন, এই বিষয়েই আয়াতটি নাযিল হয়েছে।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، وَابْنُ أَبِي زَائِدَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي كُلُّهُمْ، عَنْ عَبْدِ الْمَلِكِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ . وَفِي حَدِيثِ ابْنِ مُبَارَكٍ وَابْنِ أَبِي زَائِدَةَ ثُمَّ تَلاَ ابْنُ عُمَرَ ( فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ) وَقَالَ فِي هَذَا نَزَلَتْ .
তাহকীক:
হাদীস নং: ১৪৮৭
আন্তর্জাতিক নং: ৭০০-৫
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৮৭। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে গাধার উপরে নামায আদায় করতে দেখেছি যখন তিনি খায়বরের দিকে মুখ করেছিলেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى حِمَارٍ وَهُوَ مُوَجِّهٌ إِلَى خَيْبَرَ .
তাহকীক:
হাদীস নং: ১৪৮৮
আন্তর্জাতিক নং: ৭০০-৬
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৮৮। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া (রাহঃ) ......... সাঈদ ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমরের সঙ্গে মক্কার পথে যাচ্ছিলাম। সাঈদ (রাহঃ) বলেন, যখন ভোর হওয়ার আশঙ্কা করলাম, তখন আমি সওয়ারী থেকে নেমে বিতর নামায আদায় করলাম। তারপর ইবনে উমরের সঙ্গে গিয়ে মিলিত হলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, ফজর হওয়ার আশঙ্কায় আমি নেমে বিতরের নামায আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে কি তোমার জন্য আদর্শ নেই? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) উটের উপর বসে বিতর আদায় করতেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ كُنْتُ أَسِيرُ مَعَ ابْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ - قَالَ سَعِيدٌ - فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ ثُمَّ أَدْرَكْتُهُ فَقَالَ لِي ابْنُ عُمَرَ أَيْنَ كُنْتَ فَقُلْتُ لَهُ خَشِيتُ الْفَجْرَ فَنَزَلْتُ فَأَوْتَرْتُ . فَقَالَ عَبْدُ اللَّهِ أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أُسْوَةٌ فَقُلْتُ بَلَى وَاللَّهِ . قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ .
তাহকীক:
হাদীস নং: ১৪৮৯
আন্তর্জাতিক নং: ৭০০-৭
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৮৯। ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সওয়ারীর উপর নামায আদায় করতেন, যে দিকেই সে তাঁকে নিয়ে চলুক না কেন। আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) তাই করতেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُمَا تَوَجَّهَتْ بِهِ . قَالَ عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ كَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُ ذَلِكَ .
তাহকীক:
হাদীস নং: ১৪৯০
আন্তর্জাতিক নং: ৭০০-৮
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৯০। ঈসা ইবনে হাম্মাদ মিসরী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সওয়ারীর উপর বসে বিতর আদায় করতেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنِي عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَخْبَرَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُوتِرُ عَلَى رَاحِلَتِهِ .
তাহকীক:
হাদীস নং: ১৪৯১
আন্তর্জাতিক নং: ৭০০-৯
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৯১। হারামালা ইবনে ইয়াহিয়া (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সওয়ারীর উপর বসে নফল আদায় করতেন, যে দিকেই সে মুখ করুক না কেন এবং বিতরও তার উপর আদায় করতেন। তবে ফরয নামায সওয়ারীর উপর বসে আদায় করতেন না।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ قِبَلَ أَىِّ وَجْهٍ تَوَجَّهَ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لاَ يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ .
তাহকীক:
হাদীস নং: ১৪৯২
আন্তর্জাতিক নং: ৭০১
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৯২। আমর ইবনে সাওয়াদ ও হারামালা (রাহঃ) ......... আমির ইবনে রাবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে সফর অবস্থায় রাতে সওয়ারীর পিঠে বসে নফল নামায আদায় করতে দেখেছেন। যে দিকেই সে মুখ করুক না কেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي السُّبْحَةَ بِاللَّيْلِ فِي السَّفَرِ عَلَى ظَهْرِ رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ .
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ১৪৯৩
আন্তর্জাতিক নং: ৭০২
- মুসাফিরের নামায - কসর নামায
৪. সফরে সওয়ারী জন্তুর উপর নফল নামায আদায় করা বৈধ, জন্তুটি যেদিকেই গমন করুক
১৪৯৩। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... আনাস ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাযিঃ) যখন সিরিয়া থেকে আসলেন তখন আমরা তাঁর সঙ্গে মিলিত হলাম। তখন তাঁকে দেখলাম যে, তিনি গাধার উপর বসে নামায আদায় করেছেন এবং তাঁর মুখ ছিল এই দিকে। (রাবী হাম্মাম ইঙ্গিত করলেন, কিবলার বাঁ দিকে) তখন আমি তাকে বললাম, আমি আপনাকে কিবলার বিপরীতমুখী নামায আদায় করতে দেখেছি। তিনি বললেন, আমি যদি রাসূলুল্লাহ (ﷺ) কে তা করতে না দেখতাম, তবে আমিও তা করতাম না।
كتاب صلاة المسافرين وقصرها
باب جَوَازِ صَلاَةِ النَّافِلَةِ عَلَى الدَّابَّةِ فِي السَّفَرِ حَيْثُ تَوَجَّهَتْ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، قَالَ تَلَقَّيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ حِينَ قَدِمَ الشَّامَ فَتَلَقَّيْنَاهُ بِعَيْنِ التَّمْرِ فَرَأَيْتُهُ يُصَلِّي عَلَى حِمَارٍ وَوَجْهُهُ ذَلِكَ الْجَانِبَ - وَأَوْمَأَ هَمَّامٌ عَنْ يَسَارِ الْقِبْلَةِ - فَقُلْتُ لَهُ رَأَيْتُكَ تُصَلِّي لِغَيْرِ الْقِبْلَةِ . قَالَ لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُهُ لَمْ أَفْعَلْهُ .
তাহকীক: