আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং: ১২৯৩
আন্তর্জাতিক নং: ৬২৬-১
৩৫. আসরের নামায ছুটে যাওয়া সম্পর্কে কঠোর বাণী
১২৯৩। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার আসরের নামায ছুটে যায় তার অবস্থা এমন যে, যেন তার পরিজন ও সস্পদ ধ্বংস হয়ে গিয়েছে।
باب التَّغْلِيظِ فِي تَفْوِيتِ صَلاَةِ الْعَصْرِ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ " .
হাদীস নং: ১২৯৪
আন্তর্জাতিক নং: ৬২৬-২
৩৫. আসরের নামায ছুটে যাওয়া সম্পর্কে কঠোর বাণী
১২৯৪। আবু বকর ইবনে আবি শাঈবা ও আমর আন-নাকিদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। আমর বলেন, তিনি নবী (ﷺ) পর্যন্ত পৌছিয়েছেন। আবু বকর (রাহঃ) বলেন, এ হাদীসটি মারফু।
باب التَّغْلِيظِ فِي تَفْوِيتِ صَلاَةِ الْعَصْرِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، . قَالَ عَمْرٌو يَبْلُغُ بِهِ . وَقَالَ أَبُو بَكْرٍ رَفَعَهُ .
হাদীস নং: ১২৯৫
আন্তর্জাতিক নং: ৬২৬-৩
৩৫. আসরের নামায ছুটে যাওয়া সম্পর্কে কঠোর বাণী
১২৯৫। হারুন ইবনে সাঈদ-আন আয়লী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার আসর ছুটে যায় তার অবস্থা এরূপ যে, যেন তার পরিবার ও সম্পদ ধ্বংস হয়ে গেল।
باب التَّغْلِيظِ فِي تَفْوِيتِ صَلاَةِ الْعَصْرِ
وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، - وَاللَّفْظُ لَهُ - قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ فَاتَتْهُ الْعَصْرُ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ " .