আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৪- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ৭২৪
আন্তর্জাতিক নং: ৩৭৮-১
২. আযানের শব্দ গুলো দুই-দুইবার এবং ইকামতের শব্দগুলো قد قامت الصلواة ছাড়া একবার বলা
৭২৪। খালাফ ইবনে হিশাম ও ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, বিলাল (রাযিঃ)-কে নির্দেশ দেয়া হয়েছিল আযানের শব্দগুলো দু-বার করে বলতে এবং ইকামতের শব্দগুলো এক বার করে বলতে। ইয়াহয়া তার হাদীসে ইবনে উলায়্যার মাধ্যমে এতটুকু যোগ করেন যে, আমি আইয়ুব (রাযিঃ) কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, قد قامت الصلوة শব্দটি ছাড়া (এটি দু’বার বলবে) বাকী শব্দগুলো একবার করে বলবে।
باب الأَمْرِ بِشَفْعِ الأَذَانِ وَإِيتَارِ الإِقَامَةِ
حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، جَمِيعًا عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ . زَادَ يَحْيَى فِي حَدِيثِهِ عَنِ ابْنِ عُلَيَّةَ فَحَدَّثْتُ بِهِ أَيُّوبَ فَقَالَ إِلاَّ الإِقَامَةَ .
হাদীস নং: ৭২৫
আন্তর্জাতিক নং: ৩৭৮-২
২. আযানের শব্দ গুলো দুই-দুইবার এবং ইকামতের শব্দগুলো قد قامت الصلواة ছাড়া একবার বলা
৭২৫। ইসহাক ইবনে ইবরাহীম আল হানযালী (রাহঃ) ...আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন (একদা) সাহাবায়ে কিরাম কোন পরিচিত জিনিসের মাধ্যমে নামাযের ওয়াক্ত জানিয়ে দেয়া সম্পর্কে আলাপ-আলোচনা করলেন। এ ব্যাপারে তারা আগুন জ্বালানো অথবা নাকুস (শঙ্খ) বাজানোর কথা উল্লেখ করলেন। শেষে বিলাল (রাযিঃ) কে নির্দেশ দেয়া হল, আযানের শব্দগুলোকে দু-বার করে বলতে এবং ইকামতের শব্দগুলোকে এক বার করে বলতে।
باب الأَمْرِ بِشَفْعِ الأَذَانِ وَإِيتَارِ الإِقَامَةِ
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ ذَكَرُوا أَنْ يُعْلِمُوا، وَقْتَ الصَّلاَةِ بِشَىْءٍ يَعْرِفُونَهُ فَذَكَرُوا أَنْ يُنَوِّرُوا نَارًا أَوْ يَضْرِبُوا نَاقُوسًا فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ .
হাদীস নং: ৭২৬
আন্তর্জাতিক নং: ৩৭৮-৩
২. আযানের শব্দ গুলো দুই-দুইবার এবং ইকামতের শব্দগুলো قد قامت الصلواة ছাড়া একবার বলা
৭২৬। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ...খালিদ আল হাযযা থেকে উক্ত সনদে বর্ণিত আছে যে, যখন লোকজন বেশী হয়ে গেল তখন তারা নামাযের ওয়াক্ত জানিয়ে দেয়ার আলোচনা করল। এরপর সাকাফীর হাদীস-এর অনুরূপ বর্ণনা করেন। তবে এতে أَنْ يُنَوِّرُوا نَارًا এর স্থলে أَنْ يُورُوا نَارًا উল্লেখ রয়েছে।
باب الأَمْرِ بِشَفْعِ الأَذَانِ وَإِيتَارِ الإِقَامَةِ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، بِهَذَا الإِسْنَادِ لَمَّا كَثُرَ النَّاسُ ذَكَرُوا أَنْ يُعْلِمُوا . بِمِثْلِ حَدِيثِ الثَّقَفِيِّ غَيْرَ أَنَّهُ قَالَ أَنْ يُورُوا نَارًا .

তাহকীক:
হাদীস নং: ৭২৭
আন্তর্জাতিক নং: ৩৭৮-৪
২. আযানের শব্দ গুলো দুই-দুইবার এবং ইকামতের শব্দগুলো قد قامت الصلواة ছাড়া একবার বলা
৭২৭। উবাইদুল্লাহ ইবনে উমর আল কাওয়ারীরী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, বিলাল (রাযিঃ) কে নির্দেশ দেয়া হয়েছিল আযানের শব্দ গুলো দু’বার করে বলতে এবং ইকামতের শব্দগুলো একবার করে বলতে।*
*হানাফী মতে ইকামতের শব্দও দু'বার করে বলা উত্তম। এই বিষয়ে বিভিন্ন হাদীস গ্রন্থে সহীহ রিওয়ায়াত আছে।
*হানাফী মতে ইকামতের শব্দও দু'বার করে বলা উত্তম। এই বিষয়ে বিভিন্ন হাদীস গ্রন্থে সহীহ রিওয়ায়াত আছে।
باب الأَمْرِ بِشَفْعِ الأَذَانِ وَإِيتَارِ الإِقَامَةِ
وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، قَالاَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَيُوتِرَ الإِقَامَةَ .