আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

৩- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং: ৬৫৪
আন্তর্জাতিক নং: ৩৩৫-১
১৫. ঋতুবতী মহিলার ওপর রোযা কাযা জরুরী, নামায নয়
৬৫৪। আবু রাবী আয-যাহরানী (রাহঃ) ......... মু’আজা (রাহঃ) থেকে বর্ণিত, এক মহিলা। আয়েশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করল, আমাদের কেউ কি তার হায়য এর দিনগুলির নামায কাযা করবে? আয়েশা (রাযিঃ) বললেন, তুমি কি হারুরিয়্যা (খারেজী)? রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে আমাদের কারো হায়য হলে পরে তাকে (নামায) কাযা করার নির্দেশ দেয়া হত না।
باب وُجُوبِ قَضَاءِ الصَّوْمِ عَلَى الْحَائِضِ دُونَ الصَّلاَةِ
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مُعَاذَةَ، ح وَحَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُعَاذَةَ، أَنَّ امْرَأَةً، سَأَلَتْ عَائِشَةَ فَقَالَتْ أَتَقْضِي إِحْدَانَا الصَّلاَةَ أَيَّامَ مَحِيضِهَا فَقَالَتْ عَائِشَةُ أَحَرُورِيَّةٌ أَنْتِ قَدْ كَانَتْ إِحْدَانَا تَحِيضُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ لاَ تُؤْمَرُ بِقَضَاءٍ .
হাদীস নং: ৬৫৫
আন্তর্জাতিক নং: ৩৩৫-২
১৫. ঋতুবতী মহিলার ওপর রোযা কাযা জরুরী, নামায নয়
৬৫৫। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... মু’আযা থেকে বর্ণিত যে, তিনি আয়েশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলেন ঋতুবতী মহিলা কি নামায কাযা করবে? আয়েশা (রাযিঃ) জিজ্ঞাসা করলেন তুমি কি হারুরিয়্যা? রাসূলুল্লাহ (ﷺ) এর পত্নীগণের হায়য হত, তিনি কি তাদেরকে (নামায) কাযা করার হুকুম দিয়েছেন?
باب وُجُوبِ قَضَاءِ الصَّوْمِ عَلَى الْحَائِضِ دُونَ الصَّلاَةِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ، قَالَ سَمِعْتُ مُعَاذَةَ، أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ أَتَقْضِي الْحَائِضُ الصَّلاَةَ فَقَالَتْ عَائِشَةُ أَحَرُورِيَّةٌ أَنْتِ قَدْ كُنَّ نِسَاءُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَحِضْنَ أَفَأَمَرَهُنَّ أَنْ يَجْزِينَ قَالَ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ تَعْنِي يَقْضِينَ .
হাদীস নং: ৬৫৬
আন্তর্জাতিক নং: ৩৩৫-৩
১৫. ঋতুবতী মহিলার ওপর রোযা কাযা জরুরী, নামায নয়
৬৫৬। আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ......... মু’আযা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, ঋতুবতীর ব্যাপারটা কি যে, সে কি রোযা কাযা করবে অথচ নামায কাযা করবে না? তিনি বললেন, তুমি কি হারুরিয়্যা? আমি বললাম, আমি হারুরিয়্যা নই, বরং আমি (জানার জন্যই কেবল) জিজ্ঞাসা করছি। তিনি [আয়েশা (রাযিঃ)] বললেন , আমাদের এরূপ হত তখন আমাদের কে কেবল রোযা কাযা করার নির্দেশ দেয়া হত, নামায কাযা করার নির্দেশ দেয়া হত না।
باب وُجُوبِ قَضَاءِ الصَّوْمِ عَلَى الْحَائِضِ دُونَ الصَّلاَةِ
وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ عَاصِمٍ، عَنْ مُعَاذَةَ، قَالَتْ سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ مَا بَالُ الْحَائِضِ تَقْضِي الصَّوْمَ وَلاَ تَقْضِي الصَّلاَةَ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ قُلْتُ لَسْتُ بِحَرُورِيَّةٍ وَلَكِنِّي أَسْأَلُ . قَالَتْ كَانَ يُصِيبُنَا ذَلِكَ فَنُؤْمَرُ بِقَضَاءِ الصَّوْمِ وَلاَ نُؤْمَرُ بِقَضَاءِ الصَّلاَةِ .