আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

২- পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৫৩২
আন্তর্জাতিক নং: ২৭৬-১
- পবিত্রতা অর্জনের অধ্যায়
২৪. মোজার ওপর মাসাহ করার সময়সীমা
৫৩২। ইসহাক ইবনে ইবরাহীম আল হানযালী (রাহঃ) ......... সূরাইয়া ইবনে হানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাযিঃ)-এর কাছে এলাম মোযার ওপর মাসাহ করার মাস’আলা জিজ্ঞাসা করতো তিনি বললেন, আবু তালিবের পূত্র (আলী (রাযিঃ)-এর কাছে গিয়ে এ মাসআলা জিজ্ঞাসা কর। কারণ সে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সফর করত। অতঃপর আমরা তাঁকে গিয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) মুসাফিরের জন্য তিন দিন রাত নির্দিষ্ট করে দিয়েছেন এবং মুকীমের জন্য একদিন, এক রাত। এ হাদীসের রাবী সুফিয়ান সাওরী (রাহঃ) যখন তার উস্তাদ আমর-এর উল্লেখ করতেন তখন তাঁর প্রশংসা করতেন।
كتاب الطهارة
باب التَّوْقِيتِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلاَئِيِّ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَتْ عَلَيْكَ بِابْنِ أَبِي طَالِبٍ فَسَلْهُ فَإِنَّهُ كَانَ يُسَافِرُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَسَأَلْنَاهُ فَقَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ . قَالَ وَكَانَ سُفْيَانُ إِذَا ذَكَرَ عَمْرًا أَثْنَى عَلَيْهِ .
হাদীস নং: ৫৩৩
আন্তর্জাতিক নং: ২৭৬-২
- পবিত্রতা অর্জনের অধ্যায়
২৪. মোজার ওপর মাসাহ করার সময়সীমা
৫৩৩। ইসহাক (রাহঃ) ......... হাকাম (রাহঃ) থেকে একই সনদে অনুরূপ বর্ণিত আছে।
كتاب الطهارة
باب التَّوْقِيتِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
وَحَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْحَكَمِ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ .
হাদীস নং: ৫৩৪
আন্তর্জাতিক নং: ২৭৬-৩
- পবিত্রতা অর্জনের অধ্যায়
২৪. মোজার ওপর মাসাহ করার সময়সীমা
৫৩৪। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... শুরাইহ ইবনে হানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আয়েশা (রাযিঃ) কে মোযার ওপর মাসাহ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আলীর কাছে যাও। কারণ এ ব্যাপারে সে আমার চেয়ে বেশী জানে। আমি আলী (রাযিঃ) এর কাছে এলাম। রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ উল্লেখ করলেন।
كتاب الطهارة
باب التَّوْقِيتِ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَتِ ائْتِ عَلِيًّا فَإِنَّهُ أَعْلَمُ بِذَلِكَ مِنِّي فَأَتَيْتُ عَلِيًّا فَذَكَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ .