আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৪৭- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ৬১৪৪
আন্তর্জাতিক নং: ২৪৭৭
৩০. আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) এর ফযীলত
৬১৪৪। যুহাইর ইবনে হারব ও আবু বকর ইবনে নযর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ইস্তিঞ্জায় গেলেন। আমি তাঁর জন্য উযুর পানি রাখলাম। তিনি হাজত সেরে এসে জিজ্ঞাসা করলেন, এই পানি কে রেখেছে? [যুহাইর (রাহঃ) এর বর্ণনায়] ‘তারা বলল’ অথবা [এবং আবু বকর (রাযিঃ) এর বর্ণনায়] আমি বললাম’ ইবনে আব্বাস (রাযিঃ) (রেখেছে)। নবী (ﷺ) দুআ করলেন, اللَّهُمَّ فَقِّهْهُ “হে আল্লাহ! তাকে
দ্বীনের ‘ফিকহ’ (সুক্ষ গভীর জ্ঞান) দান করুন।”
দ্বীনের ‘ফিকহ’ (সুক্ষ গভীর জ্ঞান) দান করুন।”
باب فَضَائِلِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رضى الله عنهما
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو بَكْرِ بْنُ النَّضْرِ قَالاَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا وَرْقَاءُ بْنُ عُمَرَ الْيَشْكُرِيُّ، قَالَ سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ أَبِي يَزِيدَ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّوسلم أَتَى الْخَلاَءَ فَوَضَعْتُ لَهُ وَضُوءًا فَلَمَّا خَرَجَ قَالَ " مَنْ وَضَعَ هَذَا " . فِي رِوَايَةِ زُهَيْرٍ قَالُوا . وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ قُلْتُ ابْنُ عَبَّاسٍ . قَالَ " اللَّهُمَّ فَقِّهْهُ " .

তাহকীক: