আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৪৬- ফাযায়েল ও শামাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ৫৮৫৮
আন্তর্জাতিক নং: ২৩৩৮-১
২৬. নবী (ﷺ) এর কেশ এর বিবরণ
৫৮৫৮। শায়বান ইবনে ফাররুখ (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) এর কেশ কেমন ছিল? তিনি বললেন, হালকা কোঁকড়ানো ছিল, না খুব কোকড়ানো (পেঁচানো), আর না একেবারে সোজা, তা ছিল দু’কান ও দু’কাঁধের মাঝ বরাবর।
باب صِفَةِ شَعْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ كَيْفَ كَانَ شَعَرُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كَانَ شَعَرًا رَجِلاً لَيْسَ بِالْجَعْدِ وَلاَ السَّبِطِ بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৫৮৫৯
আন্তর্জাতিক নং: ২৩৩৮-২
২৬. নবী (ﷺ) এর কেশ এর বিবরণ
৫৮৫৯। যুহাইর ইবনে হারব ও মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আনাস (রাযিঃ) সূত্রে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এর কেশ (কখনো কখনো) তার দু’কাঁধ স্পর্শ করত।
باب صِفَةِ شَعْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالاَ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَضْرِبُ شَعَرُهُ مَنْكِبَيْهِ .

তাহকীক:
হাদীস নং: ৫৮৬০
আন্তর্জাতিক নং: ২৩৩৮-৩
২৬. নবী (ﷺ) এর কেশ এর বিবরণ
৫৮৬০। ইয়াহয়া ইবনে ইয়াহয়া ও আবু কুরায়ব (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কেশ মুবারক তার দু’কানের অর্ধেক পর্যন্ত ঝুলান ছিল।
باب صِفَةِ شَعْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ شَعَرُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ .

তাহকীক: