আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৪০- সালামের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ৫৪৭৮
আন্তর্জাতিক নং: ২১৬৮-২
৫. শিশুদের সালাম করা মুস্তাহাব
৫৪৭৮। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) কিশোরদের কাছ দিয়ে (পথ) অতিক্রম করলেন, তখন তিনি তাদের সালাম করলেন।
ইসমাঈল ইবনে সালিম (রাহঃ) ......... সাইয়ার (রাহঃ) সূত্রে উল্লিখিত সনদে হাদীস রিওয়ায়াত করেছেন।
ইসমাঈল ইবনে সালিম (রাহঃ) ......... সাইয়ার (রাহঃ) সূত্রে উল্লিখিত সনদে হাদীস রিওয়ায়াত করেছেন।
باب اسْتِحْبَابِ السَّلاَمِ عَلَى الصِّبْيَانِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ، بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ عَلَى غِلْمَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ .
وَحَدَّثَنِيهِ إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا سَيَّارٌ، بِهَذَا الإِسْنَادِ .
وَحَدَّثَنِيهِ إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا سَيَّارٌ، بِهَذَا الإِسْنَادِ .
হাদীস নং: ৫৪৭৯
আন্তর্জাতিক নং: ২১৬৮-১
৫. শিশুদের সালাম করা মুস্তাহাব
৫৪৭৯। আমর ইবনে আলী ও মুহাম্মাদ ইবনে ওয়ালীদ (রাহঃ) ......... সাইয়্যার (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাবিত বুনানী (রাহঃ) এর সঙ্গে হেঁটে পথ চলছিলাম। তিনি একদল বালকের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম করলেন এবং (তখন) সাবিত (রাহঃ) হাদীস রিওয়ায়াত করলেন যে, তিনি আনাস (রাযিঃ)-এর সঙ্গে হেঁটে পথ চলছিলেন। তিনি (আনাস) একদল বালকের পাশ দিয়ে গেলেন এবং তাদের সালাম করলেন, এবং আনাস (রাযিঃ) হাদীস বর্ণনা করেন যে, তিনি (একবার) রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে হেঁটে পথ চলছিলেন, তিনি (নবী (ﷺ)) বালকদের কাছ দিয়ে চললেন এবং তাদের সালাম করলেন।
باب اسْتِحْبَابِ السَّلاَمِ عَلَى الصِّبْيَانِ
وَحَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَيَّارٍ، قَالَ كُنْتُ أَمْشِي مَعَ ثَابِتٍ الْبُنَانِيِّ فَمَرَّ بِصِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ . وَحَدَّثَ ثَابِتٌ أَنَّهُ كَانَ يَمْشِي مَعَ أَنَسٍ فَمَرَّ بِصِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ . وَحَدَّثَ أَنَسٌ أَنَّهُ كَانَ يَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَرَّ بِصِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ .