আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৩৮- পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ৫৩২৮
আন্তর্জাতিক নং: ২১০১-১
১৯. পুরুষের জন্য যাফরানী রংের কাপড় ব্যবহার নিষেধ
৫৩২৮। ইয়াহয়া ইবনে ইয়াহয়া, আবু রবী ও কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) যাফরানী রংয়ের কাপড় পরতে নিষেধ করেছেন। কুতায়বা (রাহঃ) বলেন, হাম্মাদ (রাহঃ) বলেছেন, অর্থাৎ পুরুষদেরকে।
بَاب نَهْيِ الرَّجُلِ عَنْ التَّزَعْفُرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو الرَّبِيعِ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ، بْنُ زَيْدٍ وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ التَّزَعْفُرِ . قَالَ قُتَيْبَةُ قَالَ حَمَّادٌ يَعْنِي لِلرِّجَالِ .

তাহকীক:
হাদীস নং: ৫৩২৯
আন্তর্জাতিক নং: ২১০১-২
১৯. পুরুষের জন্য যাফরানী রংের কাপড় ব্যবহার নিষেধ
৫৩২৯। আবু বকর ইবনে আবি শাঈবা, আমর আন-নাকিদ, যুহাইর ইবনে হারব, ইবনে নুমাইর ও আবু কুরায়ব (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষদের যাফরানী রং এর কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন।
بَاب نَهْيِ الرَّجُلِ عَنْ التَّزَعْفُرِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ وَأَبُو كُرَيْبٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ عُلَيَّةَ - عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ .

তাহকীক: