আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৩৭- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
হাদীস নং: ৫১০২
আন্তর্জাতিক নং: ২০২৪-১
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
১৩. দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে
৫১০২। হাদ্দাব ইবনে খালিদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দাঁড়িয়ে পান করা ব্যাপারে ধমক দিয়েছেন।
كتاب الأشربة
باب فِي الشُّرْبِ قَائِمًا
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمًا .
হাদীস নং: ৫১০৩
আন্তর্জাতিক নং: ২০২৪-২
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
১৩. দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে
৫১০৩। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কোন ব্যক্তির দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদা বলেন, আমরা বললাম, তবে খাওয়া? তিনি বললেন, সেটা তো আরো খারাপ, আরো নিকৃষ্ট।
كتاب الأشربة
باب فِي الشُّرْبِ قَائِمًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى أَنْ يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا . قَالَ قَتَادَةُ فَقُلْنَا فَالأَكْلُ فَقَالَ ذَاكَ أَشَرُّ أَوْ أَخْبَثُ .
হাদীস নং: ৫১০৪
আন্তর্জাতিক নং: ২০২৪-৩
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
১৩. দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে
৫১০৪। কুতায়বা ইবনে সাঈদ ও আবু বকর আবি শাঈবা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) এর সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে বর্ণনাকারী হিশাম (রাহঃ) কাতাদা (রাহঃ) এর উক্তি উল্লেখ করেননি।
كتاب الأشربة
باب فِي الشُّرْبِ قَائِمًا
وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ قَوْلَ قَتَادَةَ .
হাদীস নং: ৫১০৫
আন্তর্জাতিক নং: ২০২৫-১
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
১৩. দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে
৫১০৫। হাদ্দাব ইবনে খালিদ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) দাঁড়িয়ে পান করতে কঠোরভাবে হুমকী প্রদান করেছেন।
كتاب الأشربة
باب فِي الشُّرْبِ قَائِمًا
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي عِيسَى الأُسْوَارِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمًا .
হাদীস নং: ৫১০৬
আন্তর্জাতিক নং: ২০২৫-২
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
১৩. দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে
৫১০৬। যুহাইর ইবনে হারব, মুহাম্মাদ ইবনে মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।
كتاب الأشربة
باب فِي الشُّرْبِ قَائِمًا
وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ - وَاللَّفْظُ لِزُهَيْرٍ وَابْنِ الْمُثَنَّى - قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي عِيسَى الأُسْوَارِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشُّرْبِ قَائِمًا .
হাদীস নং: ৫১০৭
আন্তর্জাতিক নং: ২০২৬
- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ
১৩. দাঁড়িয়ে পান করা প্রসঙ্গে
৫১০৭। আব্দুল জাব্বার ইবনে আলা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যেন কখনো দাঁড়িয়ে পান না করে। কেউ ভুলে গেলে সে যেন পরে বমি করে ফেলে।
كتاب الأشربة
باب فِي الشُّرْبِ قَائِمًا
حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا مَرْوَانُ، - يَعْنِي الْفَزَارِيَّ - حَدَّثَنَا عُمَرُ بْنُ، حَمْزَةَ أَخْبَرَنِي أَبُو غَطَفَانَ الْمُرِّيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ " .