আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৩৭- পানাহার ও পানীয় দ্রব্যাদীর বিবরণ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ৪৯৯৮
আন্তর্জাতিক নং: ১৯৯২-১
৬. মুযাফফাত,[১] দুব্বা,[২] হানতাম [৩] ও নাকীর [৪] ইত্যাদিতে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা এবং এ হুকুম রহিত (মানসূখ) হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ হওয়ার বর্ণনা
৪৯৯৮। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) দুব্বা ও মুযাফফাতে নাবীয তৈরী করতে নিষেধ করেছেন।
[১] আলকাতরা ও প্রলেপ লেপানো এক জাতীয় পাত্র, যাতে সূরা তৈরী করা হতো।
[২] কদুর শুকনো খোল-এর পাত্র, যাতে মদ তৈরী করা হতো।
[৩] সবুজ রং-এর (প্রলেপযুক্ত) কলসী, যাতে সূরা তৈরী করা হতো।
[৪] খেজুর গাছের গোড়ালী দিয়ে তৈরী বিশেষ পাত্র
[১] আলকাতরা ও প্রলেপ লেপানো এক জাতীয় পাত্র, যাতে সূরা তৈরী করা হতো।
[২] কদুর শুকনো খোল-এর পাত্র, যাতে মদ তৈরী করা হতো।
[৩] সবুজ রং-এর (প্রলেপযুক্ত) কলসী, যাতে সূরা তৈরী করা হতো।
[৪] খেজুর গাছের গোড়ালী দিয়ে তৈরী বিশেষ পাত্র
باب النَّهْيِ عَنْ الاِنْتِبَاذِ فِي الْمُزَفَّتِ وَالدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَبَيَانِ أَنَّهُ مَنْسُوخٌ وَأَنَّهُ الْيَوْمَ حَلاَلٌ مَا لَمْ يَصِرْ مُسْكِرًا
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ أَنْ يُنْبَذَ فِيهِ .

তাহকীক: