আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
৩৫- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ৪৮৯৯
আন্তর্জাতিক নং: ১৯৫৬-২
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
১২. কোন প্রাণী বেঁধে তাকে তীরের লক্ষ্যস্থল বানানোর নিষেধাজ্ঞা
৪৮৯৯। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... শু’বা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হিশাম ইবনে যায়দ ইবনে আনাস ইবনে মালিক (রাহঃ) এর কাছে শুনেছি। তিনি বলেন, আমি আমার পিতামহ আনাস ইবনে মালিক (রাযিঃ) এর সঙ্গে হাকাম ইবনে আইয়ুব (রাহঃ) এর বাড়ীতে গেলাম। সেখানে কিছু লোক একটি পশু বেঁধে এর প্রতি তীর নিক্ষেপ করল। তিনি বলেন, তখন আনাস (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কোন প্রাণী বেঁধে সেটিকে তীরের লক্ষ্যস্থল বানাতে নিষেধ করেছেন।
যুহাইর ইবনে হারব, ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ), আবু কুরায়ব (রাহঃ), শু’বা (রাহঃ) থেকে উক্ত সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।
যুহাইর ইবনে হারব, ইয়াহয়া ইবনে হাবীব (রাহঃ), আবু কুরায়ব (রাহঃ), শু’বা (রাহঃ) থেকে উক্ত সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب النَّهْىِ عَنْ صَبْرِ الْبَهَائِمِ،
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ هِشَامَ، بْنَ زَيْدِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ دَخَلْتُ مَعَ جَدِّي أَنَسِ بْنِ مَالِكٍ دَارَ الْحَكَمِ بْنِ أَيُّوبَ فَإِذَا قَوْمٌ قَدْ نَصَبُوا دَجَاجَةً يَرْمُونَهَا قَالَ فَقَالَ أَنَسٌ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ تُصْبَرَ الْبَهَائِمُ .
وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، ح وَحَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ .
وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، ح وَحَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৪৯০০
আন্তর্জাতিক নং: ১৯৫৭-১
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
১২. কোন প্রাণী বেঁধে তাকে তীরের লক্ষ্যস্থল বানানোর নিষেধাজ্ঞা
৪৯০০। উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ তোমরা প্রাণধারী কোন কিছুকে তীরের লক্ষ্যস্থল বানাবে না।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب النَّهْىِ عَنْ صَبْرِ الْبَهَائِمِ،
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا " .
وحدثناه محمد بن بشار، حدثنا محمد بن جعفر، وعبد الرحمن بن مهدي، عن شعبة، بهذا الإسناد مثله
وحدثناه محمد بن بشار، حدثنا محمد بن جعفر، وعبد الرحمن بن مهدي، عن شعبة، بهذا الإسناد مثله

তাহকীক:
হাদীস নং: ৪৯০১
আন্তর্জাতিক নং: ১৯৫৮-১
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
১২. কোন প্রাণী বেঁধে তাকে তীরের লক্ষ্যস্থল বানানোর নিষেধাজ্ঞা
৪৯০১। শায়বান ইবনে ফাররুখ ও আবু কামিল (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) একদল লোকের নিকট দিয়ে অতিক্রম করছিলেন যারা একটি মুরগী বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিলো। তারা ইবনে উমরকে দেখে বিক্ষিপ্ত হয়ে গেল। ইবনে উমর (রাযিঃ) বললেন, এ কাজ কে করলো? এমন কাজ যে করে রাসূলুল্লাহ (ﷺ) তাকে অভিসম্পাত করেছেন।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب النَّهْىِ عَنْ صَبْرِ الْبَهَائِمِ،
وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، وَأَبُو كَامِلٍ - وَاللَّفْظُ لأَبِي كَامِلٍ - قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ مَرَّ ابْنُ عُمَرَ بِنَفَرٍ قَدْ نَصَبُوا دَجَاجَةً يَتَرَامَوْنَهَا فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا عَنْهَا . فَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنْ فَعَلَ هَذَا .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৪৯০২
আন্তর্জাতিক নং: ১৯৫৮-২
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
১২. কোন প্রাণী বেঁধে তাকে তীরের লক্ষ্যস্থল বানানোর নিষেধাজ্ঞা
৪৯০২। যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) কিছু সংখ্যক কুরাইশ যুবকের কাছে দিয়ে অতিক্রম করছিলেন। তারা একটি পাখি বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিলো। আর তারা পাখির মালিকের জন্য প্রতিটি লক্ষ্যভ্রষ্ট তীর নির্ধারণ করছিলো। অতঃপর তারা ইবনে উমর (রাযিঃ) কে দেখে বিচ্ছিন্ন হয়ে গেল। উমর (রাযিঃ) বললেন, কে এ কাজ করলো? যে এরূপ করেছে তার প্রতি আল্লাহর অভিসম্পাত। রাসূলুল্লাহ (ﷺ) তাকে অভিসস্পাত করেছেন, যে কোন প্রাণীকে লক্ষ্যস্থল বানায়।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب النَّهْىِ عَنْ صَبْرِ الْبَهَائِمِ،
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ مَرَّ ابْنُ عُمَرَ بِفِتْيَانٍ مِنْ قُرَيْشٍ قَدْ نَصَبُوا طَيْرًا وَهُمْ يَرْمُونَهُ وَقَدْ جَعَلُوا لِصَاحِبِ الطَّيْرِ كُلَّ خَاطِئَةٍ مِنْ نَبْلِهِمْ فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا فَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا لَعَنَ اللَّهُ مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنِ اتَّخَذَ شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৪৯০৩
আন্তর্জাতিক নং: ১৯৫৯
- শিকার ও জবাইয়ের বিধান এবং হালাল পশুর বর্ণনা
১২. কোন প্রাণী বেঁধে তাকে তীরের লক্ষ্যস্থল বানানোর নিষেধাজ্ঞা
৪৯০৩। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ইবনে জুরায়জ (রাহঃ) থেকে, অন্য সনদে আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ইবনে জুরায়জ (রাহঃ) থেকে, অপর একটি সনদে হারুন ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ইবনে জুরায়জ (রাহঃ) ......... থেকে বর্ণিত। তিনি বলেন, আবু যুবাইর (রাহঃ) আমাকে বলেছেন যে, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কোন প্রাণীকে বেঁধে হত্যা করতে (তীরের লক্ষ্যবস্তু বানাতে) নিষেধ করেছেন।
كتاب الصيد والذبائح وما يؤكل من الحيوان
باب النَّهْىِ عَنْ صَبْرِ الْبَهَائِمِ،
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ، بْنُ حُمَيْدٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُقْتَلَ شَىْءٌ مِنَ الدَّوَابِّ صَبْرًا .

তাহকীক: