আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
২৮- কসম-শপথ করার বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ৪১৯১
আন্তর্জাতিক নং: ৯৯৭-৩
১৩. মুদাব্বার* গোলাম বিক্রি করা বৈধ
৪১৯১। আবু রাবী সুলাইমান ইবনে দাউদ আতাকী (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, আনসারী একজন লোক তাঁর গোলামকে এই শর্তে আযাদ করল যে, তুমি আমার মৃত্যুর পর স্বাধীন। সে গোলাম ব্যতিত তার আর কোন সম্পদও ছিল না। এই সংবাদ যখন নবী (ﷺ) পর্যন্ত পৌছল, তখন তিনি বললেনঃ কে আছ যে, তাকে আমার নিকট হতে ক্রয় করবে। তখন নু’আয়ম ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) আটশ দিরহামের বিনিময়ে তাকে ক্রয় করলেন। তখন নবী (ﷺ) ঐ অর্থ আনসারীকে দিয়ে দিলেন। আমর (রাহঃ) বলেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহকে (রাযিঃ) কে বলতে শুনেছি যে, সে ছিল একজন কিবতী গোলাম। সে (আব্দুল্লাহ ইবনে যুবাহার (রাযিঃ) এর খিলাফতের) প্রথম বছর মৃত্যুবরণ করেছে।
*মুদাব্বার ঐ শ্রেণীর গোলামকে বলে- যার মনিব তাকে বলল, আমার মৃত্যুর পর তুমি আযাদ।
*মুদাব্বার ঐ শ্রেণীর গোলামকে বলে- যার মনিব তাকে বলল, আমার মৃত্যুর পর তুমি আযাদ।
باب جَوَازِ بَيْعِ الْمُدَبَّرِ
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ زَيْدٍ - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ أَعْتَقَ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " مَنْ يَشْتَرِيهِ مِنِّي " . فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ بِثَمَانِمِائَةِ دِرْهَمٍ فَدَفَعَهَا إِلَيْهِ . قَالَ عَمْرٌو سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ عَبْدًا قِبْطِيًّا مَاتَ عَامَ أَوَّلَ .

তাহকীক: