আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
২৩- চাষাবাদ ও সেচকার্য সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ৩৯৭৩
আন্তর্জাতিক নং: ১৬০৪-১
১৯. আগাম ক্রয় ’সালাম’ প্রসঙ্গে
৩৯৭৩। ইয়াহয়া ইবনে ইয়াহয়া ও আমরুন নাকিদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর মদীনায় আগমনকালে মদীনাবাসীরা এক বা দুই বছর মেয়াদে বিভিন্ন প্রকার ফল অগ্রিম ক্রয় করত। তিনি বলেন, যে কেউ খেজুর অগ্রিম ক্রয় করবে, সে যেন নির্ধারিত পরিমাপে বা নির্ধারিত ওজনে এবং নির্ধারিত মেয়াদে ক্রয় করে।
باب السَّلَمِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَعَمْرٌو النَّاقِدُ، - وَاللَّفْظُ لِيَحْيَى قَالَ عَمْرٌو حَدَّثَنَا وَقَالَ يَحْيَى - أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ عَنْ أَبِي الْمِنْهَالِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ فِي الثِّمَارِ السَّنَةَ وَالسَّنَتَيْنِ فَقَالَ " مَنْ أَسْلَفَ فِي تَمْرٍ فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ" .

তাহকীক:
হাদীস নং: ৩৯৭৪
আন্তর্জাতিক নং: ১৬০৪-২
১৯. আগাম ক্রয় ’সালাম’ প্রসঙ্গে
৩৯৭৪। শাইবান ইবনে ফাররূখ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আগমন কালে মদীনার লোকজন খেজুর অগ্রিম ক্রয় করত। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেনঃ যে অগ্রিম ক্রয় করতে চায় সে যেন নির্ধারিত পরিমাপ ও নির্ধারিত ওজন ব্যতীত ক্রয় না করে।
باب السَّلَمِ
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، بْنُ كَثِيرٍ عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسُ يُسْلِفُونَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَسْلَفَ فَلاَ يُسْلِفْ إِلاَّ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ " .

তাহকীক:
হাদীস নং: ৩৯৭৫
আন্তর্জাতিক নং: ১৬০৪-৩
১৯. আগাম ক্রয় ’সালাম’ প্রসঙ্গে
৩৯৭৫। ইয়াহয়া ইবনে ইয়াহয়া, আবু বকর ইবনে আবি শাঈবা ও ইসমাঈল ইবনে সালিম (রাহঃ) সকলেই ইবনে উয়াইনার সূত্রে ইবনে আবু নাজীহ (রাহঃ) থেকে উপরোক্ত সনদে আব্দুল ওয়ারিস (রাহঃ) এর বর্ণিত হাদীসের ন্যায় হাদীস বর্ণনা করেন। তবে ইবনে উয়াইনা (রাহঃ) নির্ধারিত সময়ের কথা উল্লেখ করেন নি।
باب السَّلَمِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَ حَدِيثِ عَبْدِ الْوَارِثِ . وَلَمْ يَذْكُرْ " إِلَى أَجَلٍ مَعْلُومٍ " .

তাহকীক:

বর্ণনাকারী:
হাদীস নং: ৩৯৭৬
আন্তর্জাতিক নং: ১৬০৪-৪
১৯. আগাম ক্রয় ’সালাম’ প্রসঙ্গে
৩৯৭৬। আবু কুরায়ব ও ইবনে আবু উমর (রাহঃ) ......... সুফিয়ানের সূত্রে ইবনে আবু নাজীহ (রাহঃ) থেকে তাদের (পূর্ববর্তীদের) সনদে ইবনে উয়াইনার হাদীসের অনুরূপ বর্ণনা করেন এবং সুফিয়ান (রাহঃ) এতে নির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছেন।
باب السَّلَمِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، كِلاَهُمَا عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، بِإِسْنَادِهِمْ مِثْلَ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ يَذْكُرُ فِيهِ " إِلَى أَجَلٍ مَعْلُومٍ " .

তাহকীক:

বর্ণনাকারী: