আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

২২- ক্রয়-বিক্রয়ের আহকাম - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩৮০১
আন্তর্জাতিক নং: ১৫৪৮-১
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৮. খাদ্যের (গমের) বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮০১। আলী ইবনে হুজর সা’দী ও ইয়াকুব ইবনে ইবরাহীম (রাহঃ) ......... রাফি’ খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে জমির মুহাকালা করতাম এবং (মূল অর্থাৎ) এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের (গমের) বিনিময়ে ইজারা (বর্গা) দিতাম। এরপর একদিন আমার এক চাচা আমাদের নিকট এসে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের জন্য লাভজনক ছিল। আর আল্লাহ ও তাঁর রাসূলের হুকুমের আনুগত্য করা আমাদের জন্য অধিক কল্যাণকর। তিনি আমাদেরকে জমি মুহাকালা করতে এবং তৃতীয়াংশ, চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতে নিষেধ করেছেন। আর জমির মালিককে নিজে চাষ করতে বা অপরের দ্বারা চাষ করাতে নির্দেশ দিয়েছেন এবং ইজারা (বর্গা) ইত্যাদি অপছন্দ করেছেন।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالطَّعَامِ
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ عُلَيَّةَ - عَنْ أَيُّوبَ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ كُنَّا نُحَاقِلُ الأَرْضَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنُكْرِيهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى فَجَاءَنَا ذَاتَ يَوْمٍ رَجُلٌ مِنْ عُمُومَتِي فَقَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا وَطَوَاعِيَةُ اللَّهِ وَرَسُولِهِ أَنْفَعُ لَنَا نَهَانَا أَنْ نُحَاقِلَ بِالأَرْضِ فَنُكْرِيَهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى وَأَمَرَ رَبَّ الأَرْضِ أَنْ يَزْرَعَهَا أَوْ يُزْرِعَهَا وَكَرِهَ كِرَاءَهَا وَمَا سِوَى ذَلِكَ .
হাদীস নং: ৩৮০২
আন্তর্জাতিক নং: ১৫৪৮-২
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৮. খাদ্যের (গমের) বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮০২। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... রাফি’ ইবনে খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,আমরা জমির মুহাকালা করতাম এবং এক তৃতীয়াংশ ও এক চতুর্থাংশের উপর ইজারা (বর্গা) দিতাম। এরপর ইবনে উলায়্যার হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالطَّعَامِ
وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، قَالَ كَتَبَ إِلَىَّ يَعْلَى بْنُ حَكِيمٍ قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، يُحَدِّثُ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ كُنَّا نُحَاقِلُ بِالأَرْضِ فَنُكْرِيهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ . ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ .
হাদীস নং: ৩৮০৩
আন্তর্জাতিক নং: ১৫৪৮-৩
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৮. খাদ্যের (গমের) বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮০৩। ইয়াহয়া ইবনে হাবীব, আমর ইবনে আলী ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইয়ালা ইবনে হাকীম (রাযিঃ) এর সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالطَّعَامِ
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدَةُ، كُلُّهُمْ عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩৮০৪
আন্তর্জাতিক নং: ১৫৪৮-৪
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৮. খাদ্যের (গমের) বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮০৪। আবু তাহির (রাহঃ) ......... রাফি’ সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। কিন্তু তাতে তার জনৈক চাচা হতে কথাটি ইবনে খাদিজ (রাযিঃ) বলেন নি।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالطَّعَامِ
وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ يَعْلَى بْنِ، حَكِيمٍ بِهَذَا الإِسْنَادِ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَقُلْ عَنْ بَعْضِ عُمُومَتِهِ .
হাদীস নং: ৩৮০৫
আন্তর্জাতিক নং: ১৫৪৮-৫
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৮. খাদ্যের (গমের) বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮০৫। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... রাফি’ থেকে বর্ণিত যে, যুহাইর ইবনে রাফি (রাযিঃ) যিনি তাঁর চাচা হন। রাফি’ বলেন, যুহাইর আমার নিকট এসে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের জন্য ছিল লাভজনক ছিল। আমি বললাম, তা কি? রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন তাই তো সঠিক। তিনি বললেন, আমার নিকট তিনি জিজ্ঞাসা করেছেন, কিভাবে তোমরা তোমাদের ক্ষেত খামার কিরূপে কি করা? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমরা নালার পাশের জমির ফসলের শর্তে কিংবা খুরমা বা যবের কয়েক ওয়াসক প্রদানের শর্তে জমি বর্গা দিয়ে থাকি। তিনি বললেন, আর এরূপ করো না। তোমরা নিজেরা চাষ কর অথবা অপরকে দিয়ে চাষ করাও, তা না হলে ফেলে রাখ।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالطَّعَامِ
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا أَبُو مُسْهِرٍ، حَدَّثَنِي يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي أَبُو عَمْرٍو الأَوْزَاعِيُّ، عَنْ أَبِي النَّجَاشِيِّ، مَوْلَى رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ رَافِعٍ، أَنَّ ظُهَيْرَ بْنَ رَافِعٍ، - وَهُوَ عَمُّهُ - قَالَ أَتَانِي ظُهَيْرٌ فَقَالَ لَقَدْ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَمْرٍ كَانَ بِنَا رَافِقًا . فَقُلْتُ وَمَا ذَاكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَهُوَ حَقٌّ . قَالَ سَأَلَنِي كَيْفَ تَصْنَعُونَ بِمَحَاقِلِكُمْ فَقُلْتُ نُؤَاجِرُهَا يَا رَسُولَ اللَّهِ عَلَى الرَّبِيعِ أَوِ الأَوْسُقِ مِنَ التَّمْرِ أَوِ الشَّعِيرِ . قَالَ " فَلاَ تَفْعَلُوا ازْرَعُوهَا أَوْ أَزْرِعُوهَا أَوْ أَمْسِكُوهَا " .
হাদীস নং: ৩৮০৬
আন্তর্জাতিক নং: ১৫৪৮-৬
- ক্রয়-বিক্রয়ের আহকাম
১৮. খাদ্যের (গমের) বিনিময়ে জমি বর্গা দেয়া
৩৮০৬। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... রাফি’ (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে উপরোক্ত হাদীস বর্ণিত। কিন্তু এতে তার চাচা যুহাইরের নাম উল্লেখ নেই।
كتاب البيوع
باب كِرَاءِ الأَرْضِ بِالطَّعَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ أَبِي النَّجَاشِيِّ، عَنْ رَافِعٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا وَلَمْ يَذْكُرْ عَنْ عَمِّهِ ظُهَيْرٍ.