আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
২২- ক্রয়-বিক্রয়ের আহকাম - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং: ৩৭৭১
আন্তর্জাতিক নং: ১৫৩৬-১০
১৭. জমি বর্গা* দেওয়া
৩৭৭১। ইসহাক ইবনে মানসুর (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জমি বর্গা দিতে, কয়েক বছরের জন্য বিক্রি করতে এবং ফল পরিপক্কতা লাভ করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন।
*এই অধ্যায়ে বর্ণিত হাদীসের মর্মে জমি বর্গা দেওয়া নিষিদ্ধ বুঝা যায়। কিন্তু রাসূলুল্লাহ্ কর্তৃক গৃহীত খায়বারের ভূমি ব্যবস্থা দ্বারা বর্গা দেওয়া জায়েজ প্রমাণিত। জমির মালিক জমি চাষাবাদ না করলে তা কৃষককে আল্লাহর ওয়াস্তে চাষাবাদ করতে দেওয়া উত্তম বিধায়, বর্গা দেওয়া মানবিক দৃষ্টিভঙ্গিতে নিষেধ করা হয়েছে। সম্ভবতঃ এ নিষেধাজ্ঞা প্রথম পর্যায়ে ছিল, তবে এই নিষেধ মানে মাকরূহ তানজিহ্। আর বর্গা দেওয়াও বৈধ। তবে এই পরিমাণ ফসল দিতে হবে বা এই অংশের ফসল দিতে হবে - এরূপ শর্ত করে বর্গা দেওয়া না জায়েয।
*এই অধ্যায়ে বর্ণিত হাদীসের মর্মে জমি বর্গা দেওয়া নিষিদ্ধ বুঝা যায়। কিন্তু রাসূলুল্লাহ্ কর্তৃক গৃহীত খায়বারের ভূমি ব্যবস্থা দ্বারা বর্গা দেওয়া জায়েজ প্রমাণিত। জমির মালিক জমি চাষাবাদ না করলে তা কৃষককে আল্লাহর ওয়াস্তে চাষাবাদ করতে দেওয়া উত্তম বিধায়, বর্গা দেওয়া মানবিক দৃষ্টিভঙ্গিতে নিষেধ করা হয়েছে। সম্ভবতঃ এ নিষেধাজ্ঞা প্রথম পর্যায়ে ছিল, তবে এই নিষেধ মানে মাকরূহ তানজিহ্। আর বর্গা দেওয়াও বৈধ। তবে এই পরিমাণ ফসল দিতে হবে বা এই অংশের ফসল দিতে হবে - এরূপ শর্ত করে বর্গা দেওয়া না জায়েয।
باب كِرَاءِ الأَرْضِ
وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، حَدَّثَنَا رَبَاحُ بْنُ، أَبِي مَعْرُوفٍ قَالَ سَمِعْتُ عَطَاءً، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ كِرَاءِ الأَرْضِ وَعَنْ بَيْعِهَا السِّنِينَ وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ .

তাহকীক: