আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
المسند الصحيح لمسلم
২১- গোলাম আযাদ করা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৬৫৭
আন্তর্জাতিক নং: ১৫১০-১
- গোলাম আযাদ করা
৫. পিতাকে মুক্ত করার ফযীলত
৩৬৫৭। আবু বকর ইবনে আবি শাঈবা ও যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন সন্তান তার পিতার ঋণ পরিশোধ করতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার পিতাকে ক্রীতদাস হিসেবে দেখতে পায় এবং তখনি তাকে খরিদ করে মুক্ত করে দেয় (তাহলে ভিন্ন কথা)।
ইবনে আবি শাঈবা (রাহঃ) এর বর্ণনায়আছেوَلَدٌ وَالِدَهُ ’সন্তান তার পিতার’।
ইবনে আবি শাঈবা (রাহঃ) এর বর্ণনায়আছেوَلَدٌ وَالِدَهُ ’সন্তান তার পিতার’।
كتاب العتق
باب فَضْلِ عِتْقِ الْوَالِدِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَجْزِي وَلَدٌ وَالِدًا إِلاَّ أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ " . وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ " وَلَدٌ وَالِدَهُ " .
হাদীস নং: ৩৬৫৮
আন্তর্জাতিক নং: ১৫১০-২
- গোলাম আযাদ করা
৫. পিতাকে মুক্ত করার ফযীলত
৩৬৫৮। আবু কুরায়ব, ইবনে নুমাইর ও আমরুন নাকিদ (রাহঃ) ......... সুহাঈল (রাহঃ) থেকে এই সনদে অনুরূপ বর্ণিত আছে। তারা তাদের বর্ণনায় বলেছেনوَلَدٌ وَالِدَهُ সন্তান তার পিতার।
كتاب العتق
باب فَضْلِ عِتْقِ الْوَالِدِ
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، كُلُّهُمْ عَنْ سُفْيَانَ، عَنْ سُهَيْلٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ وَقَالُوا " وَلَدٌ وَالِدَهُ " .