আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

১৬- হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং: ৩২২০
আন্তর্জাতিক নং: ১৩৭৯
৮৪. প্লেগ ও দাজ্জালের প্রবেশ থেকে মদীনা সুরক্ষিত
৩২২০। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মদীনার প্রবেশ পথে ফিরিশতাগণ প্রহরারত। সেখানে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না।
باب صِيَانَةِ الْمَدِينَةِ مِنْ دُخُولِ الطَّاعُونِ وَالدَّجَّالِ إِلَيْهَا
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلاَئِكَةٌ لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ وَلاَ الدَّجَّالُ " .
হাদীস নং: ৩২২১
আন্তর্জাতিক নং: ১৩৮০
৮৪. প্লেগ ও দাজ্জালের প্রবেশ থেকে মদীনা সুরক্ষিত
৩২২১। ইয়াহয়া ইবনে আইয়ুব, কুতায়বা ও ইবনে হুজর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাসীহ (দাজ্জাল) মদীনা আক্রমণের উদ্দেশ্যে এসে উহুদ পাহাড়ের পশ্চাতে অবতরণ করবে এবং ফিরিশতারা তার মুখ (গতি) সিরিয়ার দিকে ফিরিয়ে দিবে আর তথায় সে ধ্বংস হবে।*





*মাসীহ্' শব্দটি কুরআন মজীদে ঈসা (আলাইহিস সালাম)-এর উপাধি হিসাবে এবং হাদীস শরীফে তাঁর ও দাজ্জাল উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ঈসা (আলাইহিস সালাম)-কে এজন্য মাসীহ্ (স্পর্শকারী) বলা হয় যে, আল্লাহর হুকুমে কুণ্ঠরোগী তাঁর হাতের স্পর্শে আরোগ্য লাভ করত এবং জন্মান্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেত। দাজ্জালকে ‘মাসূহ' অর্থে মাসীহ বলা হয়। কারণ তার এক চোখ অন্ধ হবে অথবা সেও ঈসা (আলাইহিস সালাম)-এর মত নিজেকে মাসীহ্ বলে দাবি করবে- (অনুবাদক)।
باب صِيَانَةِ الْمَدِينَةِ مِنْ دُخُولِ الطَّاعُونِ وَالدَّجَّالِ إِلَيْهَا
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، أَخْبَرَنِي الْعَلاَءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَأْتِي الْمَسِيحُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ هِمَّتُهُ الْمَدِينَةُ حَتَّى يَنْزِلَ دُبُرَ أُحُدٍ ثُمَّ تَصْرِفُ الْمَلاَئِكَةُ وَجْهَهُ قِبَلَ الشَّامِ وَهُنَالِكَ يَهْلِكُ " .