আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

المسند الصحيح لمسلم

১৫- ই'তিকাফের বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬৬০
আন্তর্জাতিক নং: ১১৭৬-১
- ই'তিকাফের বিবরণ
২. যিলহজ্জ মাসের (প্রথম) দশকের রোযা
২৬৬০। আবু বকর ইবনে আবি শাঈবা, আবু কুরায়ব ও ইসহাক (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে (যিলহজ্জের) দশ দিন কখনও রোযা পালন করতে দেখিনি**।
كتاب الاعتكاف
باب صَوْمِ عَشْرِ ذِي الْحِجَّةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، الآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ .
হাদীস নং: ২৬৬১
আন্তর্জাতিক নং: ১১৭৬-২
- ই'তিকাফের বিবরণ
২. যিলহজ্জ মাসের (প্রথম) দশকের রোযা
২৬৬১। আবু বকর ইবনে নাফি (রাহঃ), আব্দী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) (যিলহজ্জের) দশ দিন রোযা পালন করেননি।
كتاب الاعتكاف
باب صَوْمِ عَشْرِ ذِي الْحِجَّةِ
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَصُمِ الْعَشْرَ .