ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৯২
সকালে ও সন্ধ্যায় কী বলবে
(২৬৯২) আবু হুরাইরা রা. বলেন, যখন সকাল হত তখন রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আপনাতেই আমরা সকালে উপনীত হলাম, আপনাতেই আমরা সন্ধ্যায় উপনীত হলাম, আপনাতেই আমরা জীবন লাভ করি, আপনাতেই আমরা মৃত্যুবরণ করি এবং আপনার দিকেই পুনরুত্থান'। আর সন্ধ্যা হলে তিনি বলতেন, 'হে আল্লাহ, আপনাতেই আমরা সন্ধ্যায় উপনীত হলাম, আপনাতেই আমরা জীবন লাভ করি, আপনাতেই আমরা মৃত্যুবরণ করি এবং আপনার দিকেই পুনরুত্থান'।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول إذا أصبح: اللهم بك أصبحنا وبك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور وإذا أمسى قال: اللهم بك أمسينا وبك نحيا وبك نموت وإليك النشور.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৬৯৩
সকালে ও সন্ধ্যায় কী বলবে
(২৬৯৩) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কখনোই সকালে ও সন্ধ্যায় এই দুআগুলো বলতে ছাড়তেন না, 'হে আল্লাহ, আমি আপনার নিকট চাই সার্বিক সুস্থতা-নিরাপত্তা দুনিয়াতে এবং আখিরাতে । হে আল্লাহ, আমি আপনার কাছে চাই ক্ষমা ও সার্বিক সুস্থতা-নিরাপত্তা আমার ধর্মে, আমার দুনিয়ায়, আমার পরিবার-পরিজনে এবং আমার সম্পদে। হে আল্লাহ, আমার দোষত্রুটিগুলো গোপন করুন এবং আমার ভয়ভীতিকে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আপনি আমাকে হেফাযত করুন আমার সামনে থেকে, আমার পেছন থেকে, আমার ডান থেকে, আমার বাম থেকে, আমার উপর থেকে এবং আমি আপনার মহত্ত্বের আশ্রয় গ্রহণ করছি যে, আমি আমার নিম্ন দিক থেকে আক্রান্ত হব'।
عن ابن عمر رضي الله عنهما قال: لم يكن رسول الله صلى الله عليه وسلم يدع هؤلاء الدعوات حين يمسي وحين يصبح: اللهم إني أسألك العافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৬৯৪
সকালে ও সন্ধ্যায় কী বলবে
(২৬৯৪) আবু বাকরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক সকালে ও সন্ধ্যায় তিনবার করে বলতেন, 'হে আল্লাহ, আমার দেহে আমাকে সুস্থতা নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আমার শ্রবণযন্ত্রে আমাকে সুস্থতা-নিরাপত্তা দান করুন । হে আল্লাহ, আমার দৃষ্টি শক্তিতে আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন । (আপনি ছাড়া কোনো মা'বুদ নেই')।
عن أبي بكرة رضي الله عنه في دعاء النبي صلى الله عليه وسلم صباحا ومساء ثلاثا: اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري (لا اله الا انت)

তাহকীক:
তাহকীক চলমান