ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৬৪৬
মজলিসের কাফফারা
(২৬৪৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মজলিসে বসে যথায় আজেবাজে কথাবার্তা বেশী হয়ে যায়, আর সে. উক্ত মজলিস থেকে উঠার আগে বলে 'হে আল্লাহ, আপনারই পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোনো মা'বুদ নেই, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তাওবা করছি' তবে উক্ত মজলিসে যা কিছু (কথাবার্তা) হয়েছে তার জন্য তা ক্ষমা করা হবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من جلس في مجلس فكثر فيه لغطه فقال قبل أن يقوم من مجلسه ذلك: سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إلا غفر له ما كان في مجلسه ذلك.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা